পুণে টেস্টে দুরন্ত পারফরমেনস দেখিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। নিজের টেস্ট কেরিয়ারে প্রথম ফাইভ উইকেট হলের দেখা পেয়েছেন এই স্পিনার। চেন্নাই সুপার কিংসসহ আইপিএলে খেললেও কখনই ভারতে তেমন নজর কাড়তে দেখা যায়নি তাঁকে। কিন্তু ভারতীয় দলতে নিজেদের পাতা ফাঁদেই ফেলে দিয়েছেন স্যান্টনার। আর তাতেই কার্যত সিরিজ হারের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা ব্রিগেড।
আরও পড়ুন-‘সচিন-সৌরভের জমানা এখন অতীত’! বিরাটদের বিশ্রী ব্যাটিংয়ে বিরক্ত কিউয়ি তারকা…
পুণে টেস্টে দুরন্ত পারফরমেন্স করেছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। তাঁর করা ১৯.৩ ওভারেই ভারতীয় ইনিংসের মেরুদণ্ড কার্যত ভেঙে যায়। একাই সাত উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। যেখানে স্লো টার্নার উইকেটে ফসল তোলার কথা ছিল ভারতের, সেখানেই স্যান্টনারের জাদুতে মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ভারত।
বিশ্রী শট খেলে আউট বিরাট, প্রশ্নের মুখে টেম্পারমেন্ট-
ভারতীয় দলের সাধের ব্যাটিং লাইন আপে ধস নামানোর পরেও মিচেল স্যান্টনার কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, বিরাট কোহলির আউট। ৯ বলের মাথায় ১ রানে স্যান্টনারের বলে বোল্ড আউট হন কোহলি। আপাতর নিরিহ বলেই শট খেলতে গিয়ে মিস হিট করে বোল্ড হন বিরাট, যা দেখে নিজেই অবাক হয়েছেন কিউয়ি স্পিনার।
আরও পড়ুন-‘ওর ঘরোয়া ক্রিকেট খেলা উচিত…’ বিরাট ব্যর্থ হতেই ফোঁস কুম্বলের! পুণেতে চিন্তায় ভারতও…
বিরাট ওভাবে আউট হবে, ভাবতেই পারিনি-
স্যান্টনার বলছেন, ‘আমার কাছে একটু অবাক হওয়ার বিষয় ছিল, ওভাবে কোহলির আউট হওয়া। স্লোয়ার বল ছিল ওটা। বলে গতি কমানোটাই এই পিচে আজকে সাহায্য করেছে অনেক। কালকে ওয়াসিংন্টন সুন্দর যেমন বোলিং করেছিল,আমিও চেয়েছিলাম নিজের বোলিং অ্যাঙ্গেলটা ঠিক রাখতে, আর সেটা করাতেই আজ সাফল্য পেয়েছি ’।
আরও পড়ুন-KKR ছাড়ার জল্পনার মধ্যেই শ্রেয়সের কাছে প্রস্তাব দুই দলের! কলকাতায় আসছেন পন্ত?
গতিতে বদল এনেছিলাম-
স্যান্টনার আরও বলছেন, ‘আমি পরিস্থিতি বুঝে বুঝে বলের গতিতে ওঠা নামা করাতে চেয়েছিলাম। শুরুর দিকে ৯০কিমি গতিবেগেই বোলিং করি। পরের দিকে গতিতে কিছু বদল এনেছি। এখানে পিচে স্পিনারদের জন্য সুবিধা ছিল, আমরা ঘরের উইকেটে এমন সচরাচর পাই না, তাই ভালোই লাগছে ’।
কিউয়িদের ব্যাটিং ভালো হয়েছে-
দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের লিড এখন ৩০১ রানের। আরও কিছুটা লিগ বাড়াতে পারলেই সিরিজ জয়ের দোরগোড়ায় চলে যায় দল। সেই নিয়ে স্যান্টনার বলছেন, ‘এই উইকেটে কিন্তু ব্যাট করা অতটাও সহজ নয়। তাই সেখানে যেভাবে আমাদের ব্যাটাররাও ভারতীয় স্পিনারদের সামলে পার্টনারশিপ করেছে, সেটাও বেশ ভালো বিষয়। আর দিনের শেষে এমন সুবিধাজনক জায়গায় থাকতে পেরে ভালোই লাগছে ’।