নিজের ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানে বাংলাদেশের ক্যাপ্টেন দলকে বসিয়ে দেন জয়ের মঞ্চে। সেই সঙ্গে নিজে গড়ে ফেলেন দুর্দান্ত এক ব্যক্তিগত নজির। থাইল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান করেন নিগার সুলতানা। বাংলಌাদেশের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন পরিণত হন ওদেশের দ্রুততম ওয়ান ডে শতরানকারীতে।
বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ☂২৭১ রান তোলে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটি বাংলাদেশের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড। গত বছর মীরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ২৫২ রান ছিল এতদিন মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস।
থাইল্যান্ডের ব🙈িরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকে যান মাত্র ৭৮ বলে। সাহায্য নেন ১৫টি চার ও ১টি ছক্কার। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও বাংলাদেশের ক্রিকেটারের করা সব থেকে কম বলে সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড।
এতদিন ১০০-র কম বলে তো দূরের কথা, এমনকি দেড়শোর কম বলেও বাংলাদেশের কোনও মহিলা ক্রিকেটার ওয়ান ডে সেঞ্চুরি করতে পারেনি। এতদিন মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড ছিল ফরজানা হকের। তিনি ২০২৩ সালে মীরপুরে ভারতের বিরুদ্ধে ১৫৬ বলে সেঞ্চღুরি করেন। অর্থাৎ, ফরজানার অর্ধেক বল খেলে তাঁর রেকর্ড ভাঙেন নিগার।
উল্লখ্য, বাংলাদেশের হয়ে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত 🦂সেঞ্চুরি করেছেন মোটে ২ জন। ফরজানা একাই ২টি ওয়ান ডে শতরান করেছেন। এবার নিগার সুলতানা সেই তালিকায় নাম লেখালেন। নিগার এই ম্যাচে ৮০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন।
মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ান ডে শতরান
১. নিগার সুলতানা- ৭৮ౠ বলে বনাম থাইল্যান্ড (লাহোর, ২০২৫)।
২. ফরজানা হক- ১৫৬ বলে বনাম ভারত (মীরপুর, ২০২৩)।
৩.🙈 ফরজানা হক- ১৬৫ বলে বনাম দক্ষিণ আফ্রিকা (পোচেস্ট্রুম, ২০২৩)।
থাইল্যান্ডে𒉰র বিরুদ্ধে এই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন ফরজানা। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৫৩ রান করেন। শতরানের দোড়গোড়ায় থামতে হয় শর্মি෴ন আক্তারকে। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১২৬ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন।
বৃহত্তম জয় বাংলাদেশের
পালটা ব্যাট করতে নেমে থাইল্যান্ড ২৮.৫ ওভারে মাত্꧂র ৯৩ রানে অল-আউট হয়। ১৭৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই বাংলাদেশের সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে গত বছর মীরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫৪ রানে জয়টাই ছিল মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়।
থাইল্যান্ডের হয়ে এই ম্যাচে বলার মতো রান করতে ಞপারেননি কেউই। বাংলাদেশের হয়ে ৫ ওভারে ৩টি মে🃏ডেন-সহ ৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন জান্নাতুল। ফহিমা খাতুন ২১ রানের বিনিময়ে ৫টি উইকেট পকেটে পোরেন।