একে তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে পাকিস্তান। তার উপর ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের আগে আরও চাপে পড়লে💮ন মহম্মদ রিজওয়ানরা। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাঁর ব্যাটে ভর করে ভারতকে হারায় পাকিস্তান, এবার বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।
বুধবার করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারেই চোট পান ফখর জামান। তড়িঘড়ি মাঠ ছাড়লেও পরে তিনি খেলায় ফেরেন।💝 কিছুক্ষণ ফিল্ডিং করা ছাড়াও ব্যাটও করেন পাক তারকা। যদিও আইসিসির নিয়মের ফাঁদে ꦏআটকে ওপেন করা সম্ভব হয়নি ফখরের পক্ষে। তিনি ব্যাট করতে নামেন চার নম্বরে।
ফখর চোট পাওয়ার পরেই আশঙ্কার চোরা স্রোত বয়ে যায় পাক শিবিরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয় ফখরের চোট নিয়ে। ম্যাচের শেষে পাক দলনায়ক মহম্মদ রিজওয়ান পাক ওপেনারের চোট নিয়ে আপডেট দেন। তবে বৃহস্পতিবার জানা যায় যে, তিনি ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টে🍷র দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন না।
আরও পড়ুন:- মিনি বিশ্বক😼াপে আবির্ভাবে🌠 সর্বোচ্চ ইনিংস, সেরা ৭-এ লাথাম-ইয়ং, সচিনের রেকর্ড অক্ষত
এমন খবরও ছড়িয়ে পড়ে যে, শুধু ভারতের বিরুদ্ধেই নয়, বরং বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন খফর জামান। উল্লেখ্য, ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে নায়কের মর্যাদা আদায় করে নেন ফখর। কেননা ভারতের বিরু𓆏দ্ধে ফাইনালে দুর্দান্ত শতরান করেন ত♋িনি। সেই ম্যাচে ১১৪ রান করে ভারতের থেকে ট্রফি ছিনিয়ে নেন ফখর।
আরও পড়ুন:- বড়꧋ রান তাড়া করতে নেমে ঠুকঠুকে ৫০ বাবরের, এর থেকেও ধী꧙র খেলেছেন আগে চারবার
আইসিসি অথবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এখনও ফখরের ছিটকে যাওয়ার বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে যে,൩ ফখরের পরিবর্ত হিসেবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঢুকতে পারেন ইমাম-উল-হক।