আইপিএল ২০২৫ মরশুমে রোহিত শর্মা আর ব্যর্থতা যেন সমার্থক হয়ে উঠেছে। এই আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে রোহিত একটি ম্যাচ খেলতে পারেননি। বাকি চার ম্যাচ খেলেছেন। আর চার ম্যাচে তাঁর মোট সংগ্রহ মাত্র ৩৮ রান। গড় ৯.৫০। সোমবার (৭ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আরও একবার চূড়ান্ত হতাশ করলেন হি⛄টম্যান। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ঘরের মাঠে ৯ বলে ১৭ করে যশ দয়ালের বলে বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে। তিনি এদিন রান পেলে, হয়তো ১২ রানের ব্যবধান মুছে ম্যাচটা জিতে যেতে পারত মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বইয়ের ব♐িরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২২১ রানের বিশাল স্কোর করেছিল আরসিবি। সেই রান তাড়া করতে নেমে রোহিতের ঘাড়ে ছিল বড় দায়িত্ব। তবে ওপেন করতে নেমে তিন ফের ব্যর্থ। শেষ ম্যাচে দলের হয়ে চোটের কারণে একাদশে ছিলেন না রোহিত। আজ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি শুধু ব্যাট করতে নেমেছিলেন। তাতেও দলকে ভরসা জোগাতে পারলেন না।
আরও পড়ুন: ব্যাট হাতে প্🃏রভাব ফেলতে না পারলে… CSK-র কিংবদন্তি ধোনির অবসর🎉 নিয়ে চাঞ্চল্যকর দাবি PBKS কোচের
নেটপাড়া ধুইয়ে দিচ্ছে রোহিতকে
বারবার ব্যর্থতার জে✨রে এবার নেটপাড়ায় তিনি তীব্র কটাক্ষের মুখে পড়লেন। একজন ক🦋্রিকেট ভক্ত বিরাট কোহলির সঙ্গে তুলে টেনে লিখেছেন, ‘যেখানে বিরাট কোহলি ৬৭ রানের ইনিংস খেলেছেন, সেখানে এই বছর আইপিএলে এখনও পর্যন্ত রোহিত শর্মা ৩৮ রান সংগ্রহ করতে পেরেছেন।’ চাঁচাছোলা ভাষায় একজন আক্রমণ করেছেন, ‘হার্দিক পান্ডিয়াকে দোষ দেওয়া সহজ, কিন্তু রোহিত শর্মাকে প্রশ্ন করা অসম্ভব? একের পর এক ম্যাচে ব্যাটিং বিপর্যয়, সম্পূর্ণ ব্যর্থ উনি।’
আর এক জন লিখেছেন, ‘আমি পাগল তা😼ই এখনও রোহিত শর্মা মাথায় ছাতা ধরে আছি।’ অন্য জন আবার ইশান কিষাণের ব্যর্থতাকেও টেনে এনে দাবি করেছেন, ‘রোহিত শর্মা এবং ইশান কিষাণকে আলাদা করে দেওয়া হলেও তাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট আছে।’ একজন মজা করে লিখেছেন, ‘রোহিত অন্য ব্যাটসম্যানদের জন্য পিচ পরিক্ষা করতে এসেছিলেন। তাই বেশি সময় নেননি।’
চুপিসারে রেকর্ড করলেন হিটম্যান
নেটপাড়ায় এই উপচে পড়া ক্ষোভের মাঝেই কিন্তু চুপিসারে ক্রিস গেইলের একটি ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। এদিন রোহিত প্রথম ওভারের চতুর্থ বলেই ভুবনেশ্বর কুমারকে লম্বা ছক্কা হাঁকান রোহিত। সেই সঙ্গে হয়ে নয়া নজির। প্রসঙ্গত, এদিন রোহিত তাঁর ১৭ রা🐽নের সংক্ষিপ্ত ইনিংসেও ১টি ছক♍্কা এবং ২টি চার হাঁকিয়েছেন।
য🐻াইহোক ভুবনেশ্বর কুমারের বলে রোহিতের এই ছক্কাটি ছিল আ🌠ইপিএলে তাঁর প্রথম ওভারে ১৩তম ছয়। এই ছয়ের সঙ্গেই তিনি ভেঙে দেন গেইলের রেকর্ড। ক্রিস গেইল প্রথম ওভারে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে প্রথম ওভারে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটির দখল নিয়েছেন হিটম্যান।