আইপিএলে চেন্নাই সুপার ⛦কিংসকে চিপকের মাঠে গিয়ে দুরমুশ করে এসেছে কলকাতা নাইট রাইডার্স। মানে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি আর কি দাঁড়াতেই দেয়নি সিএসকে-কে নিজেদের ডেরায়। মাত্র ১০৪ রানেই অলআউট হয়ে যায় চেন্নাই, আর তাতেই তাঁদের হার কার্যত প্রথম ইনিংস শেষেই লেখা হয়ে যায়। অপেক্ষা ছিল দ্বিতীয় ইনিংসে কেকেআর কত দ্রুত ম্যাচ জিতে নেয় সেটা জানার।
আইপিএলের ম্যাচে কেকেআর অবশ্য নিজেদের অন্যতম বড় জয়ই পেয়েছে এদিন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে নাইট রাইডার্স। চিপকে এই নিয়ে টানা তিন ম্যাচে হারল সিএস🦋কে। আর এবারের আইপিএলে এই নিয়ে টানা পঞ্চম হার ধোনির দলে, যা পুরো নাড়িয়ে দিয়েছে গোটা দলের আত্মবিশ্বাসকে।
কলকাতা নাইট রাইডা💯র্স গতবারের চ্যাম্পিয়ন। এখনও যে তাঁরা খুব ভালো জায়গায় রয়েছে তা নয়। কারণ একটা ম্যাচ জিতলেই আবার পরের ম্যাচে হেরে বসছে আজিঙ্কা রাহানের দল। তবে চিপকের মাঠে গিয়ে মাস্টারক্লাস পারফরমেন্সের পর দলের মালিক শাহরুখ খান আশাবা👍দী এই দল কিন্তু আগামী দিনে তেল খাওয়া মেশিনের মতোই দৌড়াবে। কেকেআর সিইও মারফত তিনি পাঠিয়ে দিলেন এবার ক্রিকেটারদের জন্য বার্তা।
নাইটদের ড্রেসিংরুমে এসে শাহরুখের বার্তা পড়ে শোনান বেঙ্কি মাইসোর। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘আজকে আমরা চ্যাম্পিয়নের মতোই খ🧔েলেছি। সুনীল সেটাই ক🍷রেছে, যেটা সুনীল ভালো করতে পারে। মইন ভাই ভালো খেলেছে, ওর উপস্থিতি দলের শক্তি বাড়িয়ে দেয়। বরুণ তুমি তোমার অসাধারণ বোলিংয়ের পাশাপাশি অবিশ্বাস্য একটা ক্যাচও নিয়েছ, সেটার জন্য ওয়েল ডান ’।
শাহরুখ আরও বলেন, ‘বৈভব সব সময়ই কঠোর পরিশ্রম করে যায়, আশা করি ও তার ফলও পাবে। নিজের প্ল্যানꦫিং খুব ভালো ভাবে কাজে লাগায়। হর্ষিতকে আর কি বলব? সুনীল ওকে ডিনারে নিয়ে যাবে আর বেঙ্কটেশ তোমায় ম্যাসাজ করে দেবে। কুইনি বড় শটগুলো মারায় ভালো লাগছিল, রিঙ্কুও নিজের সেরাটা দিয়েছে। রাহানেকে অনেক অভিনন্দন মাঠের ওর ভালো পারফরমেন্সের জন্য। সত্যিকারের অলরাউন্ডার আর একজন সত্যিকারের নেতা। খুব আনন্দ করো, পার্টি করো। চিল পুলে যাও আর তিনবার ম্যাচেই হাইলাইটস দেখ ’।