ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। বরাবরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন বিরাট। তবে আরসিবি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৪ আইপিএলে অধরা মাধুরী ছোঁয়ার লক্ষ্যে নামবে বেঙ্গালুরুর দলটি।
কোহলি বর্তমানে ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ টেস্টের সিরিজ খেলছেন না। ২২ শে মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তিনি আইপিএলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
তার আগেই স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি। নিয়মিত ব্যবধানে আইসিসি টুর্নামেন্ট খেলি। তবে এই সব টুর্নামেন্টে ক্রিকেটারদের সঙ্গে খুব বেশি সংযোগ স্থাপন বা আলোচনা, কথাবার্তা হয় না। এছাড়াও প্রতিপক্ষ দলগুলো প্রায় বদলে যায়। কিন্তু আইপিএলে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে ২-৩ দিনের ব্যবধানেই দেখা হয়। আমার মতে এটাই আইপিএলের সৌন্দর্য।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আইপিএলে একটা আলাদাই পরিবেশ থাকে। বিভিন্ন শহরে খেলা হয়। আলাদা আলাদা দলের সঙ্গে খেলা হয়। প্রত্যেকের আলাদা সংকল্প থাকে। আইপিএলে প্রচুর ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। আমার এই টুর্নামেন্টটা দারুণ লাগে। অনেক নতুন ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারি আইপিএলে। আবার এমন অনেক ক্রিকেটারও থাকে, যাঁদের অনেক দিন ধরে চিনি, যাঁরা নিজের দেশের নয়। যাঁদের সঙ্গে অন্য সময় দেখা হয় না, আইপিএলের সময় সেটা হয়। আইপিএলে অনেক কিছু বিষয় দেখার মতো রয়েছে। যার ফলে আইপিএল সকলে ভালোবাসে। এই মঞ্চে খেলার জন্য প্লেয়ারদের ও ফ্যানেদের মধ্যেও একটা আলাদা সংযোগ তৈরি হয়।’
আরও পড়ুন: ছক্কা মারার পর অ্যান্ডারসনের সঙ্গে কী কথা হয়েছিল? শুভমনের জবাব, ‘সেটা গোপন থাক’
এদিকে বিরাট কোহলি আইএপিএলে খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রতিযোগিতা শুরুর ১৭ দিন আগেও সেই বিষয়ে অন্ধকারেই রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে আরসিবি-র প্রস্তুতি শিবির। সূত্রের খবর, সেই শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে দলের কর্তৃপক্ষকে এখনও কিছু জানাননি কোহলি। এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে এবি ডিভিলিয়ার্সের একটি মন্তব্য। নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কোহলির আইপিএল খেলা নিয়ে বলেছেন, ‘এখনও নিশ্চিত নয়। কোহলি আমাকে একটা ইঙ্গিত দিয়েছে। ও সম্ভবত কয়েক দিন অনুশীলন করতে চায়। নিশ্চিত করে বলতে পারব না। অ্যান্ডি ফ্লাওয়ার, ফ্যাফ ডু'প্লেসি বা আরসিবি কর্তৃপক্ষ বলতে পারবেন। আইপিএলের প্রথম কয়েক সপ্তাহ আমি মুম্বইয়ে থাকব। ধারাভাষ্য দেব। আবার নকআউট পর্বের সময় ভারতে যাব।’