🍒 টানা দুটি ম্যাচে জয় পেয়ে WPL 2025-এ দুর্দান্ত শুরু করে ছিল উইমেন্স মহিলা প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শুরুটা ভালো হলেও বর্তমানে নিজেদের গতি হারিয়ে ফেলেছে স্মৃতি মন্ধনাদের RCB দল। বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেটে হারল তারা। এর ফলে টানা তৃতীয় পরাজয় স্বীকার করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের ফলে গুজরাট জায়ান্টস পাঁচ ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় পেল।
꧂এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয়। গুজরাটের হয়ে তনুজা কানওয়ার ও দিয়েন্দ্রা ডটিন দুর্দান্ত বোলিং করেন। পরে অ্যাশলে গার্ডনারের ম্যাচজয়ী অর্ধশতকে ভর করে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট।
আরও পড়ুন … 𒀰CT 2025: ভারত যে ফায়দা পাচ্ছে, তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হবে না! কাঁদুনি SA তারকার
RCB-র টপ অর্ডারের ব্যর্থতা হারিয়ে দিল ম্যাচ
🧜প্রথমে ব্যাট করতে নেমে RCB ভয়ঙ্কর শুরু করেছিল। ৫.২ ওভারে মাত্র ২৫ রানে তিনটি উইকেট হারায় তারা। এই সময়ে শূন্য রানে আউট হয়েছিলেন এলিসা পেরি। এলিসা পেরি ছাড়াও স্মৃতি মন্ধনা ১০ রান করে আউট হন। এরপর রাঘবি বিস্ত ও কানিকা আহুজা চতুর্থ উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন। বিস্ত ১৯ বলে ২২ রান করে আউট হন, আর আহুজা সর্বোচ্চ ৩৩ (২৮) রান করেন। এছাড়া জর্জিয়া ওয়ারহ্যাম অপরাজিত থেকে ২১ বলে ২০ রান করেন। গুজরাটের হয়ে দিয়েন্দ্রা ডটিন ও তনুজা কানওয়ার ২টি করে উইকেট নেন। ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনার ও কাশভি গৌতম নেন ১টি করে উইকেট।
আরও পড়ুন … ওভিডিয়ো: ১৯ বলে ৩৯ রান! চার-ছক্কার বন্যা, ফের বাইশ গজে ঝড় তুললেন ক্রিস গেইল
গার্ডনারের দুর্দান্ত ইনিংসে সহজ জয় পেল গুজরাট জায়ান্টস
ꦯ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে গুজরাট জায়ান্টসও শুরুতে ধাক্কা খায়। ১০ ওভারে ৬৬ রানে তিনটি উইকেট হারিয়ে একটা সময়ে বিপাকে পড়ে গিয়েছিল তারা। এরপর অধিনায়ক অ্যাশলে গার্ডনার দায়িত্ব নেন এবং ফোবে লিচফিল্ডের সঙ্গে ৫১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
আরও পড়ুন … ﷽CT 2025: সচিন প্রশংসা করেছেন! আপ্লুত ইংরেজদের ছুটি করে দেওয়া জাদরান, ‘আপনার কথায়….’
ম্য়াচের সেরা হলেন কে?
ꦏঅ্যাশলে গার্ডনার ৩১ বলে ৫৮ রান করেন, আর লিচফিল্ড ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। গুজরাট ২১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রেনুকা সিং ও জর্জিয়া ওয়ারহ্যাম ২টি করে উইকেট শিকার করেছিলেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন অ্যাশলে গার্ডনার।
দেখে নিন WPL 2025-এর বর্তমান পয়েন্ট তালিকা-
🎃এ দিনের ম্যাচের পরে পাঁচ ম্যাচের পরে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সকলের শেষে রয়েছে গুজরাট জায়ান্টস। তালিকার এক নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, তাদের পকেটে রয়েছে ছয় পয়েন্ট। তালিকার দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। তালিকার চার নম্বরে রয়েছে ইউপি ওয়ারিয়র্স, তারা পেয়েছে চার পয়েন্ট।