আলিয়া ভাট তাঁর মা সোনি রাজদানের সঙ্গে মিলে ‘ইন মাই মম্মা’স কিচেন’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। সম্প্রতি অভিনেত্রী তাঁর চ্যানেলে দ্বিতীয় ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, মা-মেয়ের জুটি আপেল ক্রাম্বল বানাচ্ছে। ⛄ভিডিয়োয় দেখা যাচ্ছে যে আলিয়া, মা সোনি রাজಌদানের দেওয়া রেসিপি অনুসরণ করে বেকিং করছেন। কিন্তু আচমকা আলিয়ার হাত পুড়ে যায়।
আরও পড়ুন: '⛎দয়ꦜা করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিলেন সোনু
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনে꧋মা…',
ভিডিয়োর শুরুতে দেখা যায়, সোনি রাজদান আপেল ক্🦄রাম্বল বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তা ব্যাখ্যা করেন। এই স༒ময় আলিয়া তাঁর দর্শকদের জানান যে তাঁকে রান্না শিখতে হবে। তিনি তাঁর মায়ের সঙ্গে মিলে আপেল ক্রাম্বল বেক করে এবং খাওয়ার সময় অভিনেত্রী ভুলবশত গরম পাত্র ধরে ফেলেন এবং তাঁর হাতের আঙুল সামান্য পুড়ে যায়।
আলিয়ার হাত পুড়ে যাওয়ায় তাঁর মা সঙ্গে সঙ্গে মেয়ের হাত ঠান্ডা জলে ডুবিয়ে দেন। এই ভিডিয়োয় দর্শকরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেღন। কিছু দর্শক মা-মেয়ের এই ভালোবাসার প্রশংসা করেছেন, অন্যদিকে আলিয়াকে ভালো রাঁধুনি হওয়ার পরামর্শ দি🐼চ্ছেন। আলিয়া ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এর জন্য আমার হাত পুড়ে গেছে।’
আরও পড়ুন: সঙ্গে নেই ঐশ্বর্য-আরাধ্যা! মা, ভাগ্নীকে নিয়ে কোথায় 🐬চললেন অভিষেক?
আরও পড়ুন: মিথ্যে! তবে কী সুহানার মা হবেন না দ🃏ীপ🌼িকা? কিং পরিচালকের পোস্টে ধন্দ্বে ভক্তরা
কাজের প্রসঙ্গে
আলিয়া ভাট এই সময়ে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে আলিয়ার সঙ্গে রণবীর কাপুর এবং ভিকি কৌশল অভিনয় করবেন। এটি একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ছবি যা আগামী ২০ মার্চ, ২০২৬ সালে মুক্তি পাবে। এদিকে, আলিয়া যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ছবি ‘আলফা’তে দেখা যাবে। এটি🌞 একটি অ্যাকশন-প্রধান ছবি হতে চলেছে।