বিয়ের পর একে অপরের হাতে হাত রেখে দেডﷺ় বছর দিব্যি পার করে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আর এবার খুব শীঘ্রই পরমব্রত-পিয়ার সুখের স্বর্গে আসছে তাঁদের প্রথম সন্তান। এদিকে বিয়ে পর দেখতে দেখতে একসঙ্গে ২টো ১লা বৈশাখ কাটিয়ে ফেলতে চলেছেন এই দম্পতি। তবে হবু বাবা-মা হিসাবে আগামী ১৫ এপ্রিল, মঙ্গলবার প্রথম ১লা বৈশাখ উদযাপন করবেন পরমব্রত ও পিয়া।
অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়ার সঙ্গে এবার বাংলা নববর্ষের প্রথম দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা পরমব্রত চট্টোপাধ্যায়ের?
১লা বৈশাখ-এর পরিকল্পনা নিজেই Hindustan Times Bangla-র কাছে খোলসা করেন পরমব্রত। নববর্ষ উদযাপনের কথা উঠতেই পরম🏅ব্রত বলেন, 'এবার পয়লা ব✤ৈশাখে আলাদা করে তেমন কোনও পরিকল্পনা নেই। ওদিন বাড়িতেই থাকব, জমিয়ে খাওয়াদাওয়া করব। এমনিতে আমি আর পিয়া দুজনেই বাড়িতে থাকতে পছন্দ করি। তবে হ্য়াঁ, অবশ্যই নতুন জামা পরব। প্রতি বছরই ওই দিনটা নতুন জামা পরতে ভালো লাগে। এবারও পরব।'
এই মুহূর্তে পিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনটাও বদলে গিয়েছে পরমব্রতর। এই সময়টা ঠিক কীভাবে উপভোগ করছেন?
এই প্রশ্ন পরমব্রত আমাদের জানান, ‘কাজ ও সংসার ব্যালেন্স করার চেষ্টা করছি। যেটা আমার মতো মানুষের জ🎀ন্য ভীষণ কঠিন একটা কাজ। কারণ আমি একসঙ্গে একাধিক জিনিস করি। আমার মতো একটা মানুষের জন্য এটা সত্যই খুবই কঠিন। তবে চেষ্টা করছি ব্যলেন্স করার। আগামী দিনে আরও বেশি করে ব্যলেন্স করার চেষ্টা করব। পরিবারের জন্য আরও সময় করব, এমনই ইচ্ছে আছে।’
প্রসঙ্গত, জানা যাচ্ছে আগামী জুনি মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন পিয়া চক্রবর্তী। আর অন্তঃসত্ত্বাকালীন এই সময়টা তাই কাজের ফাঁকে যতটা পারছেন স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করছেন পরমব্রত। গত ১০ এপ্রিল, 'কিলবিল সোসাইটি'র প্রিমিয়ারেও তাই বউ-এর হাত ধরেই পৌঁছেছিলেন অভিনেতা। পাশাপাশি বসেই সিনেমা দেখতে 𝄹দেখা যায় তাঁদের। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দেন দুজনে।
২০২৩-এর ২৭ নভেম্বর হঠাৎই স🌠কলকে চমকে দিয়ে পিয়া চক্রবর্তীর সঙ্গে গোপনে আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও এই সুখবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আর এবার আরও একটা সুখবর শোনানোর অপেক্ষায় রয়েছেন এই দম্পতি।