বহুদিন ধরে ঝুলে রয়েছে মহম্মদ শামি ও হাসিন জাহানের ডিভ🍌োর্সের মামলা। প্রায় ৭ বছর ধরে এক ছাদের তলায় থাকেন না দুজনে। মেয়ে আইরাকে নিয়ে 🌠আলাদা থাকেন হাসিন। স্বামীর নামে বধূ নির্যাতন-সহ একাধিক মামলা করেছিলেন তিনি। শুধু তাই নয়, শামির দাদার বিরুদ্ধে ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি। প্রায়দিনই শামিকে নিয়ে বিষোদগার করতে দেখ যায় তাঁর এই বিচ্ছিন্না স্ত্রীকে।
তবে স🌼ম্প্রতি স🌜োশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল ভারতীয় দলের ক্রিকেটর মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের পুরনো ছবি। তখনও তাঁদের সম্পর্ক এতটাও তিক্ত হয়নি। মাথার ছাদ তখনও আলাদা হয়নি তাঁদের। কী আছে এই ভাইরাল ছবিতে?
ফেসবুকের পাতায় উঠে আসাꦡ ছবিতে মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহান এবং ভারতীয় দলের আরও এক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও তাঁর স্ত্রী রোমি সাহা ও মেয়ে আনভিকে দেখা যাচ্ছে। তাঁদের সকলক🍒ে একসঙ্গে টেবিলে বসে খেতে দেখা যাচ্ছে। হাসিনের প্লেটে তখন ছিল অল্প একটু ভাত, মাংস। খুশি মনে খাচ্ছিল ছোট্ট আনভি। আর ঋদ্ধিমানের স্ত্রী রোমির সামনে ছিল মাংসের বাটি। খুব সম্ভবত তিনিই পরিবেশন করছিলেন। তাঁদের বাড়িতেই সম্ভবত নিমন্ত্রিত ছিলেন হাসিন ও শামি।
আরও পড়ুন-আদৃতের ভালো☂বাসায় 'পাগল'! মিঠাই-এর পর মিত্তিܫর বাড়ির সেটেও হাজির এই মহিলা, কে এই অনুরাগী?
এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই বুঝতে পেরে লিখেছেন,'এতো পুরনো ছবি'। কেউ আবার না বুঝে প্রশ্ন করেছেন, ‘এখানে হাসিন জাহান কোথা থেকে এলেন?’ কারোর প্রর্থনা, ‘দুয়া করছি হাসিন জাহান ও মহম্মদ শামি আবারও এক হয়ে যাক।’ কেউ আবার হাসিনের ছবি স্টিকার দিয়ে ঢেকে দেওয়ার পরাꩵমর্শ দিয়েছেন। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে গার্হস্থ্য হিংসার মামলায় আলিপুর আদলত হাসিনের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল। আদালতের নির্দেশ ছিল, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকার পাঠাতে হবে শামিকে। এর পাশাপাশি মেয়ের জন্য ৮০ হাজার টাকা দিতে হবে ভারতীয় ক্রিকেট দলের এই তারকা পেসারকে। যেহেতু ২০১৮ সালে মামলা রুজু হয়, সুতরাং ওই বছর মার্চ মাস♍ থেকে বকেয়া টাকা হাসিনকে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল শামিকে। যদিও সেসময় খোরপোষের এই অর্থতে খুশি ছিলেন না হাসিন।