নুসরত ফারিয়া, অভিনেত্রী, গায়িকা, বাংলাদেশ
আজও এই (২১ ফেব্রুয়ারি) দিনটা এলেই আমি এক ঝটকায় ছোটবেলার স্মৃতিতে ফিরে যাই। ভাষাদিবসে সাদা-কালো শাড়ি পরে স্কুলে অনুষ্ঠান করতাম। তখন আমার কাছে ২১ ফেব্রুয়ারি মানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভীষণ মনে পড়ে সেসব কথা। ছোটবেলার স্মৃতি সবসময়ই মধুর হয়। যদিও এখন আবার এই দিনটা একটু অন্যভাবে পালন করা হয়। এইদিনে কোথাও না কোথাও অনুষ্ঠান থাকেই, সেখানে যেতে হয়। আর একন্ত ছুটি থাকলে বাসাতেই কাটাই। এই দিনের সঙ্গে জড়িয়ে থাকা স্কুল জীবনের স্মৃতিগুলিই আসলে বেশি সুন্দর।
২১ ফেব্রুয়ারি নিয়ে আমার দাদার (দাদু) কাছে একসময় অনেক গল্প শুনেছি। দাদা বলতে আমার বাবার বাবা। আজ উনি নেই, তাই এই দিন নিয়ে ইতিহাসের পাতা থেকে গল্প বলারও কেউ নেই। পরবর্তীসময়ে বিভিন্ন বই পড়ে, ডকুমেন্টরি দেখে ভাষা আন্দোলনের ইতিহাস কিছুটা জেনেছি, কারণ আমি ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত কিছু ছবিতে কাজ করেছি। আর সেকারণেই কিছুটা রিসার্চ করেছিলাম। যদিও সেই ইতিহাস ঘাঁটলে আঘাতই পাই বেশি, কষ্ট হয়। কারণ, ওই গল্পগুলো শুনতে ভালো লাগে না, সেগুলো অনেক কষ্টের। আজ আমরা বাঙালি হিসাবে উৎসব করছি, তবে একদিন এর জন্যই অনেক রক্ত ঝরেছে। আসলে আমার মনে হয় ২১ ফেব্রুয়ারি নিয়ে উন্মাদনার থেকেও গুরুত্বপূর্ণ আমরা এই ইতিহাস থেকে কতটা শিখেছি, আর জীবনে সেটা কীভাবে কাজে লাগাচ্ছি।