♔ নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ছবিতে ভগবান শ্রী রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর এবং সীতা মাতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবীকে। রামনবমীর পূণ্য দিনে নির্মাতারা ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন, যাতে রণবীর কাপুরকে ভগবান শ্রী রামের ভূমিকায় দেখা গিয়েছে। যদিও রণবীরের মুখ নয়, পশ্চাদাংশের ফোটো ব্যবহার করা হয়েছে। এই পোস্টার দেখে ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের সীমা ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের আনন্দ নষ্ট হয়ে যায় যখন তারা জানতে পারে এটি আসলে একটি ফ্যানের তৈরি পোস্টার।
ꦫনমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারির এই কোলাব পোস্টের ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘আমাদের ভগবান শ্রী রামের জন্ম, যিনি তাঁর জীবনে ধার্মিকতা, সহিষ্ণুতা এবং ক্ষমার পথ দেখিয়েছিলেন। তাঁর এই গুণাবলী তাঁকে কেবল আদর্শ মানুষই করে তোলে না, তবে প্রত্যেকের জন্য এবং এই মহাবিশ্বের সমস্ত কিছুর প্রতি তাঁর ভালবাসা তাঁকে আমাদের ঈশ্বর করে তোলে।’ এরপর নির্মাতারা ভক্তদের রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন এবং সবশেষে এসে পোস্টারটি তৈরি করার জন্য ধন্যবাদ দিয়েছেন রণবীর-ভক্তদের। আর তাতেই যেন চুপসে যায় ভক্তদের সব উচ্ছ্বাস।
কমেন্ট সেকশনে ভক্তদের ক্ষোভ – টিজার কোথায়?
𒈔নীতেশ তিওয়ারির এই পোস্ট ভক্তদের প্রথমে খুশি করেছিল, পরে তারা আরও ক্ষুব্ধ হয়। তাই মানুষ কমেন্ট সেকশনেই অভিযোগ জানাতে শুরু করে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন- ‘আমরা টিজারের জন্য অপেক্ষা করছি।’ আরেকজন লিখেছেন- ‘রণবীরের রামায়ণের টিজার দেখান’। এক অনুগামী লিখেছেন- ‘জয় শ্রীরাম। আমি ভেবেছিলাম এটি একটি সত্যিকারের পোস্টার’। এই পোস্টে অনেকেই এই ধরনের মন্তব্য করেছেন এবং সত্যিকারের পোস্টার লাগানোর পরিবর্তে ফ্যানের তৈরি পোস্টার প্রকাশ করায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
👍রণবীর কাপুর এই সিনেমায় থাকছেন ভগবান রামেয়র চরিত্রে। আর সাঁই পল্লবী হলেন সীতা। ছবির প্রথম অংশের শ্যুট শেষ করে ফেলেছেন রণবীর। ২০২৬ নাগা এই সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমায় দক্ষিণের অভিনেতা যশ-কে দেখা যাবে রাবণের চরিত্রে। কাজের কথা রয়েছে সানি দেওল., অমিতাভেরও। সিনেমার নাম কী রাখা হবে, তাও জানাননি নীতীশ বা টিম এখনও।