প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বলিউডের আর পাঁচটা অভিনেত্রীদের থেকে এক্কেবারে আলাদা। কনফিডেন্স থেকে ফ্যাশন, সবকিছুই তাঁর অন্যদের থেকে অনেকটাই বেশি। অভিনয়ের কথা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আজ শুধু বলিউড নয়, হলিউডেরও তিনি নিজের অভিনয়ের মাধ্যমে সুনাম অর্জন করেছেন।
বলিউডে অভিনেত্রীর দীর্ঘ যাত্রাকে একটি বিজ্ঞাপনের আকারে সম্প্রতি তুলে ধরেছে আমূল কোম্পানি। এটি অসাধারণ বিজ্ঞাপনের মাধ্যমে তাঁরা প্রিয়াঙ্কাকে করেছেন সম্মান। সম্প্রতি অভিনেত্রী এই বিজ্ঞাপনের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, দুর্দান্ত লাগছে এই বিজ্ঞাপনটি দেখে। এই প্রত্যেকটি মুহূর্ত আমার ভীষণ কাছের। সত্যি নস্টালজিক লাগছে। # থ্রো ব্যাক আমূল ইন্ডিয়া।
আরও পড়ুন: মন্নত নয়, এটাই ছিল মুম্বইয়ে শাহরুখের প্রথম বাড়ি! সেখানেই শুরু পুনঃনির্মাণের কাজ
আরও পড়ুন: ওশো রজনীশ হয়ে ধরা দেবেন মিঠুন! মহাগুরু বলছেন, ‘লোকে বলে আমায় ওঁর মতো দেখতে…’
কী রয়েছে বিজ্ঞাপনে?
বিজ্ঞাপনটি মোট ছটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে লেখা রয়েছে টোস্ট খানা, ছবিটি দোস্তানা সিনেমার আদলে তৈরি করা হয়েছে। সিনেমা শুধু প্রিয়াঙ্কা নন, দেখা যাচ্ছে জন এবং অভিষেককেও। দ্বিতীয় ছবিতে লেখা রয়েছে স্পিক লেস ইট মোর, ছবিটি বরফি সিনেমার আদলে তৈরি করা হয়েছে। বরফি সিনেমায় যেহেতু প্রিয়াঙ্কা একটিও কথা বলেননি তাই এমন শিরোনাম দেওয়া হয়েছে।
তৃতীয় ছবিতে শাহরুখ এবং প্রিয়াঙ্কার আদলে তৈরি করা হয়েছে, ডন সিনেমার অনুকরণে নাম দেওয়া হয়েছে ডন ২ ডাস্ক ইট আমূল, চতুর্থ ছবিটি দিল ধারাক নে দো সিনেমার আদলে তৈরি করা হয়েছে যেখানে প্রিয়াঙ্কার অনুকরণে একটি মেয়েকে দেখা যাচ্ছে আমূল বাটার খেতে।
পঞ্চম ছবিটি দেখা যাচ্ছে মেরি কম সিনেমার অনুকরণে তৈরি করা একটি ছবি। ছবিতে লেখা রয়েছে কমবাটান্ট, একটি মেয়েকে মেরি কমের আদলে বক্সিং করতে দেখা যায় ছবিতে। ষষ্ঠ এবং শেষ ছবিতে লেখা রয়েছে কোয়ান্ট সাম মাস্কা? এখানেও একটি জ্যাকেট পরিহিত মেয়েকে তৈরি করা হয়েছে একেবারে প্রিয়াঙ্কার অনুকরণে।
আরও পড়ুন: অপারেশনের পর ম্যাজিকের গতিতে কীভাবে সুস্থ হলেন সইফ, উঠছে প্রশ্ন! কী জবাব দিলেন বোন সাবা?
আরও পড়ুন: সব্যসাচীর ‘বিপাশা ব্লাউজ’ আজ নববধূদের প্রথম পছন্দ, এটার নেপথ্যের মজার গল্প জানেন?
বিজ্ঞাপনের আদলে তৈরি করা এই ছবিটি দেখে ভীষণ খুশি হয়েছেন প্রিয়াঙ্কার ভক্তরা। একজন লিখেছেন, আমরা ভীষণ গর্বিত আপনি এতদূর এসেছেন। অন্য একজন লিখেছেন, একেবারে আপনার মতোই দেখতে লাগছে। আবার তৃতীয় একজন লিখেছেন, দারুন একটা বিজ্ঞাপন দেখলাম।