দিদি নম্বর ওয়ানে আসতে চলেছেন দেয়াশিনী রায়। সারেগামাপা জেতার পর এই প্রথমবার তিনি দিদি নম্বর মঞ্চে আস𒁃ছেন। আর সেই অভিজ্ঞতা এদিন তিনি ভাগ করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।ও তবে এখানে চমক আছে। তিনি কিন্তু মোটেই প্রতিযোগী হিসেবে আসছেন না। বরং আসছেন বিশেষ অতিথি হয়ে।
আরও পড়ুন: সায়ন্ত বিতর্কে ছিলেন পাশে, হঠাৎ কিরণকে নিয়ে দেবচন্দ্রিমা কেন ♕বললেন, 'একটু ইরিটেটিং, কিন্তু...'?
কী জানালেন দেয়াশিনী?
এদিন দেয়াশিনী রায় তাঁর দিদি নম্বর ও🐟য়ানে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে একটি ভ্লগ পোস্ট করেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'হ্যালো বন্ধুরা আমি আজ দারুণ দারুণ এক্সাইটেড কারণ আজ আমি প্রথমবার দিদি নম্বর ওয়ানে যাচ্ছি গেস্ট হিসেবে। এরপরের সমস্ত কিছু শেয়ার করব। ꦺআমার খুব ভালো লাগছে কারণ অনেক ছোট থেকে দেখেছি বিকেল হলেই আমার দিদাকে কেউ আটকে রাখতে পারত না, সঙ্গে সঙ্গে টিভি অন হয়ে যেত। দিদি নম্বর ওয়ান দেখা শুরু হয়ে যেত। আর আমি আজ সেখানে যাচ্ছি।'
শুধু তাই নয় এদিন এবারের সারেগামাপা বিজয়ী জানান তিনি দিদি নম্বর ওয়ানে যেতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন। জানান তাঁর মনে পড়ে গিয়েছিল গত ১০-১১ মাসের কথা। দেয়াশিনীর কথায়, 'প্রায় গত ১০-১১ মাস প্রায় রোজ এই রাস্তা দিয়ে যা🀅তায়াত ছিল আমাদের, কারণ আমাদের গ্রুমিং, রিহার্সাল সব এখানেই (DRR স্টুডিও) হতো। এখানে এসে ওইদিনগুলো খুব মিস করছিলাম। খুব খারাপ লাগছিল। এখানে আসতে গিয়ে কেমন লাগছিল বলে ব🔯োঝাতে পারব না।' তিনি এদিন আরও বলেন, 'ওই দিন প্রথম দিদির সঙ্গে দেখা করেছিলাম তাই খুব উত্তেজিত ছিলাম।'
প্রসঙ্গত দেয়াশিনী এবারের সারেগামাপাতে বড়দের মধ্যে প্রথম হয়েছেন। সেখান থেকে আসার পর তিনি একাধিক জায়গা থেকে সংব♔র্ধনা পেয়েছেন। শুরু করেছেন তাঁর নতুন পথ🍨চলা, অর্থাৎ বিভিন্ন শো, কনসার্টে পারফর্ম করা।
আরও পড়ুন: 'আবার 🌸ফিরব, এখন রেস্ট...' হঠাৎ কেন এমন লিখলেন ইমন?
আরও পড়ুন: CSK Vs RR-র ম্যাচে পাশাপাশি মালাইকা-সাঙ্গাকারা! নেটপাড়ার প্রশꦉ্ন, 'ওঁরা কি প্রেম করছেন?'
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান সা🦩নডে ধামাকা প্রতি রবিবা🤪র রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়। এটি জি বাংলায় দেখা যায়। এটা বাংলার অন্যতম দীর্ঘ সময় ধরে চলা রিয়েলিটি শো।