বাংলার নতুন বছর মানেই বাঙালির মনে উন্মাদনা। হালখাতা, নতুন পোশক, পছন্দের ভুর🉐িভোজ, সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার। তবে আরও একটা ব্যাপার নিয়ে উত্তেজনা থাকে বജাঙালির। তা হল টিভিতে নববর্ষ স্পেশাল অনুষ্ঠান।
এবার স্টার জলসার তরফ🍌ে ১৫ এপ্রিল মঙ্গলবার আনা হচ্ছে ‘নববর্ষে মহামিলন’। দুই সিরিয়াল কথা ও তেঁতু🗹লপাতার তারকারা একসঙ্গে হয়ে করবেন বর্ষবরণ। প্রোমোয় দাদু উত্তমের ‘এই পথ যদি না শেষ হয়’ রিক্রিয়েট করলেন ঝিল্লি-ঋষি, অর্থাৎ গৌরব ও ঋতব্রতা।
একসঙ্গে চারমূর্তি ঝﷺিল্লি-ঋষি ও কথা-এভি। ‘এস হে বৈশাখ’-এ নাচলেন ঋতব্রতা ও সুস্মিতা। নিজেদের সিনেমা আড়ি-র প্রচারে এলেন যশ ও নুসরত। সব মিলিয়ে একেবরে জমজমাট ব্যাপার।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে হেনস্থার মুখে ইমন চক্রবর্তী! ফেস🐼বুকে নালিশ করলেন, ‘অতিরিক্ত টাকা দিয়েও🤪…’
তাহলে কখন দেখা যাবে এই এপিসোডটি? মঙ্গꦰলবার বিকেল ৫.৩০টা থেকে সাড়ে ৬টা দেখানো হবে স্টার জলসার মহামিল পর্ব! দে🌠খুন এখানে-
আর এই প্রোমো আসতেই, রীতিমতো উত্তেজিত জলসা-প্রেমীরা।ඣ একজন লিখলেন, ‘কথা আর এভির জন্𝓡য অবশ্যই দেখব’। আরেকজন লেখেন, ‘তেঁতুলপাতা নিয়ে এক্সাইটেড’। তৃতীয়জন লেখেন, ‘দুটো সেরা সিরিয়াল একসঙ্গে। সেরা পছন্দ।’
আরও পড়ুন: পোলাও-মটন, ফিশ ফ্রাই, ইলিশ…! বাড়িতে অতিথি এলে কীಌ খাওয়ান সৌরভ, করলেন ফা𒊎ঁস
যদিও টিআরপি তালিকার দিকে চোখ রাখলে দেখা যাবে যে, বিগত কয়েকমাস ধরেই কথা আর তেঁতুলপাতার অবস্থা বেশ খারাপ। তুমি যে আমার হিরো-র কাছে স্লট হারাচ্ছে তেঁতুলপাতা। আর অন্য দিকে, জগদ্ধাত্রীর কাছে রীতিমতো লেজেগোবরে কথা। এমনকী খবর, খুব জলদি কথাকে প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়ার কথাও ভাবছে জলসা। নতুন ধরাবাহিক বুলেট সরোজিনীকে দেওয়া হতে পারে কথার স্লট। আর শুভ ববাহকে শেষ করে, সেই জায়গায় অর্থাৎ সাড়ে দশটায় পাঠানো হতে পার🧜ে কথাকে।🐻