🎉 বলিউড অভিনেতꦍা গোবিন্দা এমন একজন শিল্পী যিনি তার কর্মজীবনে অ্যাকশন থেকে শুরু করে রোমান্টিক এবং কমেডি, বিভিন্ন ঘরনর ছবিতে কাজ করেছেন। আর সব জায়গাতেই হাতে এসেছে সাফল্য। আর নাচ নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই। ফিল্মি কেরিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার আগেই, বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তবে মাঝে হঠাৎ শোনা যায় যে, এই দীর্ঘ সম্পর্ক নাকি এবার ভাঙর মুখে। ডিভোর্স নিচ্ছেন গোবিন্দা ও সুনীতা আহুজা।
যদিও এরপর সুনীতা এই ডিভোর্সের খবཧরে প্রতিক্রিয়া জানিয়ে এটিকে ‘ঘটিয়া’ বলে উড়িয়ে দেন হাওয়ায়। তবে এবার ফের ভাইরাল হল সুনীতার প্রতিক্রিয়া। যেখানে স্বামীর নাম নিয়ে প্রশ্ন করতেই, এল অদ্ভুত প্রতিক্রিয়া।
স্বামী গোবিন্দার নাম শুনে সুনীতার এ কেমন প্রতিক্রিয়া!
সুনীতা আহুজা সম্প্রতি তাঁর ছেলে যশবর্ধন ও মেয়ে টিনার সঙ্গে একটি ফ্যাশন ইভেন্টে উপস্থিত ছিলেন। এই ইভেন্টে টিনা র্যাম্প ওয়াক করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। যখন সুনীতা তার ছেলে যশবর্ধনের সঙ্গে ছবি তুলছিলেন, তখনই পাপারাজ্জিরা তাঁকে গোবিন্দাকে নিয়ে প্রশ্ন করন। জানতে চান, ‘ম্যাম স্যার꧟ কেমন আছেন?’ সুনীতা এই প্রশ্নের আগে পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখেই কথা বলছিলেন। কিন্তু গোবিন্দার নাম শুনেই যেন তাঁর মেজাজ মুহূর্তে বদলে যায়।
পাপারাজ্জিরা গোবিন্দার খবর জিজ্ঞাসা করে
সুনীতা আহুজার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। সুনীতা স্টাইলিশ গোল্ডেন কালারের টপ এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন। যশবর্ধন নীল রঙের ওপেন শার্টের সাথে সাদা টি-শার্ট বেছে নিয়েছিলেন। পাপারাজ্জিরা সুনীতাকে প্রথমে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন। অভিনেত্রী হাসি মুখেই জা♒নান, একদম বিন্দাস। এরপর পাপারাজ্জিরা তাঁকে গোবিন্দ সম্পর্কে জিজ্ঞাসা করেন, 'স্যার কেমন আছেন?'
তারপর দেখা যায়, মুখের হাসি যেন সঙ্গে সঙ্গে গায়েব। কোনো কথা না বলে, সোজা হাঁটা লাগাচ্ছেন তিনি। আপাতত এই প্রতিক্রিয়া ব্যাপকভাবে ভাইরাল। এমনিতেই কেন টিনা আহুজর ফ্যাশন ওয়াকে বাবা গোবিন্দা এলেন না, তা নিয়ে চর্চা শুরু। তার মাঝে সুনীতার এমন কাজ থেক, পড়ছে কপালে ভাঁজ। কেউ🔜 কেউ এটাকে সুনীতার মস্করা মনে করছেন, আবার অনেক ব্যবহারকারীর দাবি, স্বামীর উপরে রেগে আছেন তিনি।