পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Ramzan 2023: পবিত্র রমজানের শুভেচ্ছা জানান প্রিয় মানুষকে, রইল সেরা শুভেচ্ছাবার্তা
পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ২৪ মার্চ থেকে। এই দিন থেকেই রোজার শুরু। একমাস ব্যাপী এই পুণ্য রোজা পালনের পর খুশির ঈদ পালন করা হয়। রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে ধর্মপ্রাণ মুসলমানকে। ভোরে সূর্য ওঠার আগে সেহরির মাধ্যমে শুরু হয় দিন। সূর্য ডোবার পর ইফতার পালন করা হয়। রমজানের এই শুভ মহরতে প্রিয় মানুষকে জানান রমজান মাসের শুভেচ্ছা। রইল কয়েকটি উষ্ণ শুভেচ্ছাবার্তার হদিশ।
আরও পড়ুন: রমজানের পবিত্র মাসে সেহরি ও ইফতারের সময় কখন, জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন: কোন কোন ভুলে বাতিল হয় রোজা? রোজার বদলে কারা ফিদিয়া করতে পারেন? জেনে নিন নিয়ম
- রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে যায়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মুবারক।
- আল্লাহর সঙ্গে আমরা যখন সম্পর্ক পুনরুদ্ধার করি, তখন তিনি আমাদের সবকিছু ফিরিয়ে দেন। রমজান মোবারক।
- আলহামিদুলিল্লাহ্, আবার চলে এল রমজান, চলে এল আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়।
- রমজান মাস চলেই এল। এই মাস আমাদের ইমানকে তাজা করার সুযোগ। শুভ রমজান।
- রমজানের দীর্ঘ সময় হল ধৈর্যের মাস আর ধৈর্যের মাস হল জান্নাত। শুভ রমজান।
- আজানের পুণ্যেই আমি তুমি ধনবান হয়ছ উঠতে চাই। সেই ধনের বিনিময়েই পাব রোজাদারদের সেরা পুরষ্কার। আল্লাহ্তালার দান মোবারক হো মোবারক হোক মাহে রমজান।
- পবিত্র রমজান হল আমাদের পেটকে খালি করে আত্মাকে খাওয়ানোর সময়। এটিই সবচেয়ে ভালো সময়। রমজান মুবারক।
- রমজান কেবল রোজা রাখার জন্য নয়। এই দিন ক্ষুধার্তের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা মূল উদ্দেশ্য। এটাই রমজানের চেতনা। শুভ রমজান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক