ভয়াবহ চুরির ঘটনা ঘটে গেল ইসকন মন্দিরে। উত্তর প্রদেশের মথুরার কাছে বৃন্দাবনে ইসকন মন্দির থেকে প্রমাণীর টাকা, রসিদের বই চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইসকনের এক কর্মীর বিরুদ্ধে উঠেছে এই চুরির অভিযোগ। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর।
জানা গিয়েছে, শনিবার এই ঘটনাটি ঘটে। ভক্তদের প্রণামীর লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ রয়েছে ইসকনের কর্মী মুরলীধর দাসের বিরুদ্ধে। তাঁর কাছেই দায়িত্ব ছিল, ভক্তদের থেকে প্রণামী সংগ্রহ করে তা আবার মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার। এমনটাই জানিয়েছেন পুলিশের সুপারিটেনডেন্ট অরবিন্দ কুমার। তিনি বলেন,' ইসকন মন্দিরের প্রধান অর্থ আধিকারিক বিশ্ব নাম দাস ২৭ ডিসেম্বর কথিত চুরির বিষয়ে জানিয়ে একটি আবেদন জমা দেন। একটি প্রাথমিক তদন্ত পরিচালিত হয়েছিল, যার পরে এফআইআর দায়ের করা হয়েছে।'
( Oyo rooms new check in rules: অবিবাহিতদের জন্য দরজা বন্ধ করে দিল ওয়ো রুম! নয়া চেক-ইন নিয়ম ঘিরে শোরগোল)
( Shukradev Uday: কুম্ভ সহ বহু রাশি এবার পাবে শুক্রের কৃপা! লাকি ৩ রাশির কে কী লাভ করবে? রইল জ্যোতিষ গণনা)