সন্ত্রাসদমন কর্মসূচিতে নেমে শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) ঝাড়খণ্ড এটিএস বড়সড় সাফল্য পেল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাড়খণ্ড এটিএস ধানবাদ থেকে এক মহিলা-সহ চার সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই চারজন হিজব-উত-তাহরির (সংক্ষেপে হিজবুত), আকিস (আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) এবং আইএসআইএস-এর মতো বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং নানা ধরনের বেআইনি কাজ করে যাচ্ছিল।
এই বিষয়ে একটি প্রেস বিবৃতিও প্রকাশ করা হয়েছে ঝাড়খণ্ড এটিএস-এর পক্ষ থেকে। তাতে জানানো হয়েছে, এই চারজন একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। ধৃত এই চার অভিযুক্তই অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
ধৃতদের নাম গুলফাম হাসান (২১), আয়ান জাভেদ (২১), শাহজাদ আলম (২০) ও শবনম পরভিন (২০)। তাদের কাছ থেকে দু'টি পিস্তল, ১২ রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন ও ল্যাপটপের মতো ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধর করা হয়েছে। একইসঙ্গে, বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত বিপুল পরিমাণ লিখিত নথি।
জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় ঝাড়খণ্ড পুলিশের এটিএস। এটিএস-এর বক্তব্য হল, বিভিন্ন নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কিছু সন্দেহভাজন সন্ত্রাসবাদী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অন্য নানা উপায়ে রাজ্যের অন্য যুবক যুবতীদের টার্গেট করছে।
এই তরুণদের ভুল বুঝিয়ে, তাঁদের মগজধোলাই করে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে তাঁদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণদের মধ্য়ে ধর্মীয় গোঁড়ামির প্রচার করে তাঁদের নানা ধরনের দেশবিরোধী কার্যকলাপে যুক্ত করার জন্য বিভ্রান্ত করা হচ্ছে।
ধৃতদের মধ্যে গুলফাম হাসান ধানবাদের ব্যাঙ্ক মোড় থানা এলাকার অন্তর্গত আলিনগরের বাসিন্দা। অপর এক ধৃত আয়ান জাভেদ ভুলি থানা এলাকার আমান সোসাইটির বাসিন্দা। এছাড়াও, ধৃত শাহজাদ আলম আমান সোসাইটির ৪ নম্বর গেটের বাসিন্দা। আর, শবনম পরভিন ব্যাঙ্ক মোড় থানার নিকটবর্তী শমসের নগরের ৩ নম্বর রাস্তার বাসিন্দা।
ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, হিজব-উত-তাহরিরকে দেশবিরোধী ও সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত থাকার কারণে ২০২৪ সালের ১০ অক্টোবর ইউএপিএ-র অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এএনআই সূত্র অনুসারে - সেই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর দেশে এটাই প্রথম এমন মমলা, যেখানে মামলা রুজু হওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারও করা হল।