পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির ঘটনাকে 'বেআইনি' বলল সুপ্রিম কোর্ট। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে ফের ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। অপর একটি পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইমরান বলেছেন যে ‘আমার গ্রেফতারির পর দেশে কী হয়েছে, সে বিষয়ে আমার কোনও ধারণা নেই।’
জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে পাকিস্তানের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় যে এক ঘণ্টার মধ্যে ইমরানকে আদালতে পেশ করতে হবে। বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইমরানকে আদালতে পেশ করা হয়নি। শেষপর্যন্ত প্রায় ৭০ মিনিট পরে বিকেল ৫ টা ৪০ মিনিট নাগাদ তাঁকে আদালতে পেশ করা হয়। ১৫ টি গাড়ির কনভয়ে আদালতে নিয়ে আসা হয় ইমরানকে।
ওই রিপোর্ট অনুযায়ী, মামলার শুনানি শুরু হওয়ার পর পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিওয়াল বলেন, 'আপনাকে দেখে ভালো লাগছে। আমাদের বিশ্বাস যে ইমরান খানের গ্রেফতারির ঘটনা বেআইনি।' সেইসঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, আগামিকাল ইসলামাবাদ হাইকোর্টকে ইমরানের মামলা শুনতে হবে। ‘হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে, সেটা আপনাকে মেনে চলতে হবে।’
আরও পড়ুন: Imran Khan: আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, ওয়াশরুমেও যাচ্ছি না, আতঙ্কে ইমরান: Report
তারইমধ্যে ইমরানের গ্রেফতারির পরে পাকিস্তানে যে হিংসা ছড়িয়েছে, তা নিয়েও মুখ খুলেছে সুপ্রিম কোর্ট। পাকিস্তানের প্রধান বিচারপতি বন্দিওয়াল মন্তব্য করেন, প্রত্যেক রাজনীতিবিদের দায়িত্ব হল যে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা। যদিও হিংসার ঘটনায় তাঁর কোনও দায় নেই বলে দাবি করেছেন ইমরান। যিনি গত বছর এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি খুইয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, ইমরান দাবি করেছেন যে তাঁর গ্রেফতারির পর থেকে দেশে কী হয়েছে, সে বিষয়ে কোনও ধারণা নেই।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইসলামাবাদের আদালতের বাইরে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানকে গ্রেফতার করেছিল পাকিস্তান রেঞ্জার্স। তারপর পাকিস্তানি সেনার সদর দফতরে ঢুকে পড়েছিল ইমরানের সমর্থকরা। আগুন জ্বালিয়ে দেওয়া হয় কম্যান্ডারের বাসভবনে। পুড়েছে পাকিস্তানের বিভিন্ন অংশ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)