নববর্ষের পর থেকে লগ্নিকারীদের কাছে সুখবর বয়ে নিয়ে আসছে দালাল স্ট্রিট। তবে বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই নিম্নগামী হয় সেনসেক্স এবং নিফটির সূচক। এদিন সকাল ৯ টা ১৬ নাগাদ সেনসেক্স ১৭৭.৭৯ পয়েন্ট কমে হয় ৭৬,৮৬🍬৬.৫০। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৬১.২০ কমে ২৩,৩৭৬-এ পৌঁছয়।কিন্তু বেলা বাড়তেই বিএসই বা সেনসেক্সের সূচকে দেখা গিয়েছে রকেট গতিতে উত্থান। একই গতি দেখা গিয়েছে নিফটিতেও।
বৃহস্পতিবার দিনের শেষে সেনসেক্স ১,৫০৮ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ বেড়ে ৭৮,৫৫৩.২০ পয়েন্টে এবং নিফটির সূচক ৪৪১ পয়েন্ট বা ১.৭৭ শত☂াংশ বেড়ে ২৩,৮৫১.৬৫ পয়েন্ট হয়েছে।এই নিয়ে টানা তিন দিন শেয়ার বাজারে খুশির হাওয়া বইছে। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস ক্ষেত্রগুলি।এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে বাজারের গতি। পড়তির ঝোঁক তথ্যপ্রযুক্তিতে। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্য়াঙ্ক, নিফটি পিএসই, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্য়াসের সূচকে। সেনসেক্সে আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, সান ফার্মা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফিনসার্ভ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সবচেয়ে বেশি লাভবান হয়েছে।
এর আগে ১৫ এপ্রিল সকালে সেনসেক্স ১৫০০ পয়েন্ট বেড়েছে, অর্থাৎ ২ শতাংশের উত্থান আসে সূচকে। মঙ্গলবার শেয়ার বাজারে সকালের সেশনে টাটা মোটরস, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, এল অ্যান্ড টি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারে ব্যাপক লাফ দেয়।সম্প্রতি, বর্ধিত শুল্কহার কার্যকর হওয়ার উপর ৯০ দিনের স্থগিতাদেশের ঘোষণা হতেই ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। অস্থিরতার সামান্য বৃদ্ধি সত্ত্বেও, বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার আশঙ্কা কমতে শুরু করায় ইতিবাচক ফল দেখা দিয়েছে। ব্যাপক 🍷আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিলের পাল্টা শুল্ক ঘোষণার ফলে দালাল স্ট্রিট যে আতঙ্কের সৃষ্টি করেছিল, তা কাটিয়ে উঠেছে বলে মনে হচ্ছে।