আইএসএলে জোড়া ট্রফি জয়ের পর আর সুপার কাপকে তেমন গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট, এমনই মনে করছে ফুটবলমহল। কারণ শোনা যাচ্ছে সুপার কাপে নাকি দ্বিতীয় সারীর দল নামাবে সবুজ মেরুন শিবির। অর্থাৎ আইএসএলের যে ফুটবলাররা নিয়মিত প্রথম একাদশে খেলেছেন, তাঁদের অনেককেই এই প্রতিযোগিতায় খেলানো হবে না।