India's reply to US over Russian ties: ‘এটা স্বাধীনতা’, মোদীর রাশিয়া সফর নিয়ে ফোঁস করায় US-কে বাস্তব মেনে নিতে বলল ভারত Updated: 25 Jul 2024, 09:27 PM IST Ayan Das ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় গিয়েছিলেন। দেখা করেছিলেন ‘বন্ধু’ ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আর মোদীর সেই সফর নিয়ে সমালোচনা করেন আমেরিকার একাধিক আধিকারিক। তাঁদের পালটা জবাব দিল ভারত। একদম কড়া কথা শোনানো হল।