IPL 2025- CSK, GT ম্যাচে খেলতে পারবেন না! কবে মাঠে নামবেন বুমরাহ, কতটা ভুগবে দল? বড় মন্তব্য করলেন MI হেড কোচ Updated: 19 Mar 2025, 05:00 PM IST Moinak Mitra মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মহেলা জয়বর্ধনে বুধবারই একটি সাংবাদিক সম্মেলন করেন আইপিএল শুরুর আগে দলের বিভিন্ন খুটিনাটি নিয়ে। সেখানেই তিনি বুমরাহর আইপিএল খেলা নিয়ে বড় মন্তব্য করলেন। কবে থেকে পাওয়া যেতে পারে তাঁকে, জানালেন তিনি।