বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video:আবু ধাবি বিমানবন্দরে মোদীকে জড়িয়ে বিশেষ সৌজন্যে খোদ UAE এর প্রেসিডেন্ট!
Updated: 29 Jun 2022, 01:08 PM IST
লেখক Sritama Mitra
জার্মানিতে জি৭-এর বিশেষ সামিটের পর ভারতের প্রধানমন... more
জার্মানিতে জি৭-এর বিশেষ সামিটের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখেন আবু ধাবিতে। এই উপসাগরীয় দেশের প্রাক্তন প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহাইয়ানের প্রয়াণে শোক জ্ঞাপন করেন মোদী। আর সেই উদ্দেশে তিনি বর্তমান প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেয়ানের সঙ্গে দেখা করেন। বিশেষ সৌজন্যের নজির গড়ে UAE এর রাষ্ট্রপতি মোদীকে বিদায় জানাতে আসেন। বিমানবন্দরে দুজনের অনেকক্ষণ সৌজন্য বিনিময় ও আলিঙ্গনের ছবি ধরা পড়ে।