বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: 'জবাবই দেয় না রাজ্য,' কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ কেন আটকে, বিস্ফোরক শুভেন্দু
বিজিবিএস ২০২৫। সেখানে দেশ বিদেশ থেকে এসেছেন শিল্পোদ্যোগীরা। খোদ বাংলার মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, এবারের বিজিবিএসে তাৎপর্যপূর্ণ সাফল্য এসেছে। এসবের মধ্য়েই বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'বাংলার এই বিমানবন্দরগুলি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে।
কলকাতা
বেহালা
কোচবিহার
মালদা( রাজ্য সরকারের লিজে)
বালুরঘাট( রাজ্য সরকারের লিজে)
আসানসোল
দুর্গাপুর( অন্ডাল)
হাসিমারা ও কলাইকুন্ডাতে নতুন সিভিল এনক্লেভ তৈরির প্রস্তাব রয়েছে।'