রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। কিন্তু শনিবারও ‘কান্নাকাটি’ চলছে। একটি মহলের (পাকিস্তানের তথাকথিত বিশেষজ্ঞদের একাংশও আছেন সেই তালিকায়) তরফে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র দুবাইয়ে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় দল। নিজেদের দেশের মাটিতে খেলা হলে যেমন সুবিধা পাওয়া যায়, সেরকমই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। ভারত যে প্রতিটি ম্যাচে জিতে ফাইনালে উঠেছে, সেটা ভুলে গিয়ে এমন ভাব করা হচ্ছে যে টিম ইন্ডিয়া যেন দুবাইয়ের পরিবর্তে অন্য জায়গায় খেলা হলে এতদিনে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। আর সেই দিকটাই তুলে ধরে সমালোচকদের একহাত নিলেন ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি দাবি করলেন, দুবাইয়ে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের যে সব প্রশ্ন করা হচ্ছে, তা চূড়ান্ত হাস্যকর। সেইসঙ্গে বিষয়টি নিয়ে পাকিস্তানের হইচই করার কোনও অধিকার নেই বলেও দাবি করেন ভারতের তারকা অফস্পিনার।
২০০৯ সালে কি হয়েছিল? মনে করালেন অশ্বিন!
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘(দুবাইয়ে ভারতের) হোম অ্যাডভান্টেজের বিষয়ে সাংবাদিক বৈঠকে আমাদের কোচ, কোচেদের যে সব প্রশ্ন করা হচ্ছে, সেটা দেখে আমার হাসি পাচ্ছে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (সেই বছর পাকিস্তানে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সুরক্ষার কারণে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল) একই মাঠে সব ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর ওরা ফাইনালে উঠতে পারেনি।’
সেইসঙ্গে সমালোচদের কড়া বার্তা দিয়ে ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার বলেন, ‘এটা স্বীকার করে নেওয়া উচিত যে ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং দারুণ পারফরম্যান্সের জেরে ফাইনালে উঠেছে। কোভিড মহামারীর পরে দুবাইয়ে শেষবার খেলেছিল ভারত। তারপর থেকে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও (দুবাইয়ে) খেলেছে।’
পাকিস্তান তো ছিটকে গিয়েছে, স্পষ্ট বার্তা অশ্বিনের
শুধু তাই নয়, পাকিস্তানের তথাকথিত বিশেষজ্ঞদের একাংশকেও স্পষ্ট বার্তা দিয়েছেন অশ্বিন। সংবাদমাধ্যম রেভস্পোর্টসের কনক্লেভে ফাইনালের আগেরদিন ভারতের তারকা স্পিনার বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে পাকিস্তান। ওরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। (ভারতের) হোম অ্যাডভান্টেজ নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।’
আরও পড়ুন: Shami vs Maulana: ‘দেশ সবার আগে, ইসলামে…’, রোজা না রাখায় শামিকে অপরাধী বলে চরম রোষের মুখে মৌলানাই
অশ্বিনের সুরেই কথা বলেছেন রোহিত ও গম্ভীর!
আর অশ্বিন যেটা বলেছেন, ভারতের অধিনায়ক রোহিত এবং হেড কোচ ঠিক সেটাই বলেছেন। বিভিন্ন ম্যাচের আগে যখন তাঁদের প্রশ্ন করা হয়েছে যে শুধুমাত্র দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে কিনা, সেটার জবাবে রোহিত স্পষ্ট বলেছেন যে টিম ইন্ডিয়া প্রতিটি ম্যাচ আলাদা-আলাদা পিচে খেলেছে। প্রতিটি পিচের চরিত্র আলাদা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে পিচে খেলেছিল, সঙ্গে সেমিফাইনালের উইকেটের চরিত্রের মিল ছিল না। আবার গম্ভীর আক্রমণাত্মক সুরে বলেছেন, 'কিছু লোক সারাক্ষণ কেঁদেই চলে। আমরা কোনও বাড়তি সুবিধা পাইনি।’