আলিয়া ভাট বহুবার নানা ভাবে অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজে উঠেছেন। গত বছর মেট গালায় সব্যসাচীর পোশাকেই নজর কেড়েছিলেন নায়িকা। তাছাড়াও তাঁর বিয়েতেও অভিনেত্রী সেজেছিলেন সব্যসাচীর পোশাকেই। শনিবার মুম্বইয়ে একটি অসাধারণ শোয়ের মাধ্যমে পোশাকশিল্পী তাঁর কাজের ২৫ বছর উদযাপন করেছেন। সেখানে আলিয়া থেকে দীপিকা-সহ বহু অভিনেতা উপস্থিত ছিলেন। সব্যসাচীর পোশাকেই তাঁরা সেজে উঠেছিলেন। সেই অনুষ্ঠান উদযাপনের একটি মিষ্টি পোস্ট ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া। বছরের পর বছর ধরে পোশাকশিল্পীর সঙ্গে তাঁর কাজ করার নানা স্মৃতি ভাগ করে নেন।
ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া বিভিন্ন অনুষ্ঠানে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে একটি ছবিতে দেখা গিয়েছে, ডিজাইনারের রানওয়ে শোয়ের জন্য তিনি সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি কালো মুর্শিদাবাদী সিল্ক শাড়ি পরেছিলেন। আরেকটি ভিডিয়োতে তিনি গত বছর মেট গালার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন সেই মুহূর্তের ছবি ভাগ করে নেন। ওই ভিডিয়ো তাঁকে বলতে শোনা যায়, ‘সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে সব সময়ই আমার সেরা অনুভূতি হয়েছে।'
আরও পড়ুন: বাঙালি পরিচালক সুজয় ঘোষ নন, সিদ্ধার্থ আনন্দই পরিচালনা করছেন 'কিং'! এবার সিলমোহর দিলেন শাহরুখ
ছবি ও ভিডিয়োগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, ঐতিহ্যের সংরক্ষণ এবং শ্রেষ্ঠত্বকে নতুন করে সংজ্ঞা দেওয়ার ২৫ বছর। সব্য, আমার কাছে তুমি একজন ডিজাইনারের চেয়েও বেশি কিছু। তুমি একজন স্বপ্নদ্রষ্টা এবং গল্পকার। আমি বছরের পর বছর ধরে বিশ্বের নানা অনুষ্ঠানের রেড কার্পেট থেকে ব্যক্তিগত জীবনের নানা মাইলফলকে (বিয়ে) তোমার সৃষ্টিগুলি পরে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি। তোমার কাজ শুধু ফ্যাশন নয়, এটা একটা শিল্প, ঐতিহ্য এবং নতুনত্বের সঙ্গে অতুলনীয় সূক্ষ্মতার মিশ্রণ।'
আরও পড়ুন: ‘কখনও ভাবিনি এমনটা হবে…’, বিয়ের ১০ বছর পর বৈবাহিক জীবন নিয়ে কেন এমন বললেন শাহিদ?