মা হতে চলেছেন অভিনেত্রী শরমিন সেগল। বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর শোনালেন হীরামান্ডির আলমজেব। শীঘ্রই আমন মেহতা এবং শরমিনের সংসারে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। আর কী জানা গেল?
আরও পড়ুন: কোনও মতে ধুঁকতে ধুঁকতে ৮০ কোটির গণ্ডি পার জাট -এর, বক্স অফিস জুড়ে দাপট কেশরী ২ -র! কার আয় কত?
মা হচ্ছে শরমিন সেগল
সঞ্জয় লীলা বনসালির প্রথম তথা জনপ্রিয় সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন শরমিন সেগল। এবার জানা গেল সেই অভিনেত্রী মা হতে চলেছেন। আর এই সুখবর অভিনেত্রী নিজে নন বরং সাংবাদিক ভিকি লালওয়ানি জানিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে এই খবর দিয়ে তিনি জানান শীঘ্রই সন্তান প্রসব করতে চলেছেন হীরামান্ডির আলমজেব।
এদিন শরমিনের মা হওয়ার খবর দিয়ে তিনি লেখেন, 'সুখবর বনসালি এবং সেগলদের বাড়ির দরজায় জোরে কড়া নাড়ছে। শরমিন শীঘ্রই মা হতে চলেছে।' তবে তিনি এমনটা দাবি করলেও এখনও এই বিষয়ে শরমিন বা তাঁর স্বামী আমন মেহতা কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি বা এই সুখবর ভাগ করেননি।
শরমিন সেগল এবং আমন মেহতার প্রসঙ্গে
প্রসঙ্গত ২০২৩ সালের নভেম্বর মাসে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং সারেন শরমিন সেগল এবং আমন মেহতা। আমন টরেন্ট ফার্মাকিউটিকেলসের এক্সিকিউটিভ ডিরেক্টর। ব্লুমবার্গের ২০২৪ সালের ইনডেক্স অনুযায়ী আমন মেহতার বাবা সমীর মেহতার মোট সম্পত্তির ৫৩,৮০০ কোটি টাকার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, মামা সঞ্জয় লীলা বনসালির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলেও একাধিক সিনেমা, সিরিজে অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শরমিন। কিন্তু হীরামান্ডি সিরিজে তাঁর এক্সপ্রেশনলেস অভিনয়ের জন্য তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
আরও পড়ুন: প্রথম স্থান ফের হাতছাড়া পরিণীতার! ফুলকি না জগদ্ধাত্রী - কে এবারের বেঙ্গল টপার? কারা আছে সেরা ৫ -এ?