দিল্লির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হলেন বিজেপি নেতা রাজা ইকবাল সিং। কংগ্রেসের মেয়র পদপ্রার্থী পেলেন মাত্র আটটি ভোট। শুক্রবার মেয়র নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসলে দেখা যায়, বিজেপির মেয়র পদপ্রার্থী রাজা ইকবাল সিং পেয়েছেন ১৩৩টি ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মনদীপ সিং পেয়েছেন মাত্র ৮টি ভোট।আগেই এই মেয়র নির্বাচনে বয়কট করার ঘোষণা করেছিল আম আদমি পার্টি (আপ)। আপের ওই ঘোষণার পর বিজেপি প্রার্থীর জয়ী হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা।তবে একটি ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মানহানি মামলায় গ্রেফতার মেধা পাটেকর, কয়েক ঘণ্টাতেই মুক্তি
কংগ্রেসের আরিবা খান নাম প্রত্যাহার করে নেওয়ায় বিজেপির জয় ভগবান যাদব দিল্লির ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।শুক্রবারের জয়ের ফলে বিজেপি দুই বছর পর দিল্লি পুরনিগমের ক্ষমতা দখল করেছে। দিল্লি পুরনিগমে মোট আসনসংখ্যা ২৫০। কিন্তু বর্তমানে ওই পুরনিগমে ২৩৮ জন কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলরদের এক জন সাংসদ নির্বাচিত হয়েছেন। আর বাকিরা বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফলে ১২টি আসন ফাঁকা রয়েছে। এই মুহূর্তে দিল্লি পুরনিগমে বিজেপির ১১৭ জন কাউন্সিলর রয়েছেন। সেখানে ২০২২ সালে বিজেপির ১০৪ জন কাউন্সিলর ছিল। অন্যদিকে, আপের কাউন্সিলর সংখ্যা ১৩৪ থেকে কমে ১১৩ হয়েছে। আর কংগ্রেসের আট জন কাউন্সিলর রয়েছেন দিল্লি পুরনিগমে।
আরও পড়ুন-দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মানহানি মামলায় গ্রেফতার মেধা পাটেকর, কয়েক ঘণ্টাতেই মুক্তি
নিয়ম অনুযায়ী, দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচনে ২৩৮ জন কাউন্সিলরের পাশাপাশি ১০ জন সাংসদ (সাত জন লোকসভার, তিন জন রাজ্যসভার) এবং ১৪ জন বিধায়ক (যার মধ্যে ১১ জন বিজেপির এবং ৩ জন আপ প্রার্থী দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তর মনোনীত) ভোট দিতে পারেন। গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। সম্প্রতি দিল্লি পুরনিগমের সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ২৫ এপ্রিল সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই ভোটাভুটির মাধ্যমে নতুন মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচিত হবেন। এরপরেই সোমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা করেন দিল্লির বিরোধী দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী।