Champions Trophy- ‘শেষ ১০ ওভারে অত রান দেওয়া উচিত হয়নি…’ আফগানদের বিপক্ষে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন বাটলার Updated: 26 Feb 2025, 11:33 PM IST Moinak Mitra চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর ইব্রাহিম জাদরানের প্রশংসা করেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার। তিনি স্বীকার করে নেন, শেষ ১০ ওভারে ওঠা ১১৩ রানটাই পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে।