Women to get ₹10000 per year: প্রতিবার ৫০০০ টাকা, মিলবে বোনাসও! মহিলাদের জন্য নয়া প্রকল্প রাজ্যের, কারা পাবেন? Updated: 24 Aug 2024, 05:19 PM IST Ayan Das প্রতিবার মিলবে ৫,০০০ টাকা। আছে বোনাসেরও সুযোগ। মহিলাদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। যে প্রকল্পের আওতায় বোনাস পাওয়ারও সুযোগ আছে। যাঁরা সবথেকে বেশি অনলাইনে লেনদেন করবেন, তাঁদের সেই বোনাস দেওয়া হবে। কারা পাবেন?