অ্যাশেজের প্রথম ম্যাচেই ২ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে অজিরা এগিয়ে থাকলেও, পঞ্জম দিনের সকাল থেকেই বৃষ্টি শুরু হয় এজবাস্টনে। ফলে একটা সময় মনে হয়েছিল আর কোনও ভাবেই ম্যাচ শুরু হবে না। ফলে এই ম্যাচ ড্র হয়ে যাবে। কিন্তু তা হয়নি। ম্যাচ শুরু হলে ধীরে ধীরে কামব্যাক করতে থাকে ইংল্যান্ড।
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। ইংল্যান্ড সমর্থকদের মুখে হাসি দেখা দেয়। কিন্তু তা খুব একটা বেশি সময় স্থায়ী হয়নি। প্যাট কামিন্স এবং উসমান খোয়াজায় দাপটে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেলেন প্যাট কামিন্সরা।
এই ম্যাচ হারের পরই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ প্রথম ইনিংসে ৪০০ রান না করেই ডিক্লেয়ার ঘোষণা করেন তিনি। যা দেখে অনেকেই অবাক হয়েছে। তবে নিজের সেই সিদ্ধান্ত নিয়ে একেবারেই অনুশোচনা নেই ইংল্যান্ড অধিনায়কের। পাশাপাশি ব্যাজবল ক্রিকেট খেলা। একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবার সেই বিষয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক এবি ডি'ভিলিয়ার্স। এই কিংবদন্তি এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে স্টোকসের মিল খুঁজে পেয়েছেন। স্টোকসের সাহসী সিদ্ধান্ত এবং আগ্রাসী মনোভাব ধোনির কথা ভাবাচ্ছে এবিডিকে। তিনি টুইটারে একটি পোস্ট করে লিখেছেন, 'আমার একেবারেই চোখে পড়েনি বার্মিংহ্যামের আবহাওয়ার এই ম্যাচে নেতৃত্ব দিয়েছে বা এগিয়ে নিয়ে গিয়েছে। ইংল্যান্ডে যা সাধারণত দেখা যায়। ইংল্যান্ড নিজেদের মতো করে খেলেছে। অনেকেই বলবে ব্যাজবল পদ্ধতির ব্যবহার করেছে। তবে আমি এটাকে স্মার্ট ক্রিকেট বলব। যে কোনও দলই তার খেলার পরিস্থিতিকে ভালো ভাবে মানিয়ে নিতে পারে। তবে সেটা সুইপ শট খেলা হোক বা বিভার্স খেলা। যা সিদ্ধান্ত নিয়েছে তা খুব সাহসীকতার সঙ্গে নিয়েছে।'
এখানেই থেমে থাকেননি তিনি। প্রোটিয়া কিংবদন্তি আরও বলেন, 'এটা সাহসী পদক্ষেপ শুধু মাত্র অধিনায়কের হলেই চলবে না। বরং দলের প্রত্যেককেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, কোনও ইগো থাকলে চলবে না। যেটা এবার দেখতে পেয়েছি ইংল্যান্ড দলে। অনেকটা মিল রয়েছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। বিশেষ করে আইপিএলেও ধোনিকে এমন ভাবেই দেখতে পেয়েছি। আমার মনে হয় ধোনির থেকেই এমনটা শিখেছে স্টোকস।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।