নতুন বছরের প্রথম দিন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ ও সেখান থেকে বেআইনি লেনদেন রুখতে ময়দানে নামল ইডি। এদিন সকাল থেকে কলকাতাসহ উত্তর ২৪ পরগনা ও নদিয়ার এক💖াধিক ঠিকানায় লাগাতার তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছ✱ে, এক বাংলাদেশি নাগরিক ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
ইডি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা😼র বিরাটির বাসিন্দা এক বাংলাদেশি নাগরিকের খোঁজ পেয়েছেন তাঁরা। সেই ব্যক্তির সঙ্গে হাওয়ালা কারবারের যোগ রয়েছে। মঙ্গলবার সকালে সেই ব্যক্তির বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সেখানে উদ্ধার হয়েছে একাধিক বাংলাদেশি⭕ নথি। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক হলেও জাল নথি ব্যবহার করে দীর্ঘদিন ভারতে বসবাস করছেন তিনি। বাংলাদেশে বেআইনি টাকা লেনদেনে হাওয়ালা কারবারে যুক্ত ওই ব্যক্তি।
এছাড়া ওই ব্যক্তির সঙ্গে যুক্ত গেদের বাসিন্দা অলোক নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গেদেতে যাতায়াতের সূত্রেই গোয়েন্দাদের নজরে আসেন ওই বাংলাদেশি নাগরিক। পরে মোবাইল ফোনের টাওয়াল লোকেশন ট্র্যাক✤ করে বিরাটিতে তাঁর হদিশ পান তদন্তকারীরা।
এছাড়াও কলকাতার বেকবাগানে এক ভিসা এজেন্টের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। সব মিলিয়ে প্রায় ৯০ জন ইডি আধিকারিক এদিন তল্লাশির কাজে যুক্ত রয়েছেন। যে সব ঠিকানায় তল্লাশি চলছে সেগুলি সব কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হ💝য়েছে।