ꦡ একদিকে যখন হিংসার আগুনে পুড়ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জঙ্গিপুর - তখন তিনি 'সুন্দর চা আর শান্ত পরিবেশ'-এর ছবি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়! তিনি মুর্শিদাবাদেরই বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। আর, আজ সেই তিনিই 'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা' জানালেন! জবাবে তেড়ে তুলোধনা করলেন নেটনাগরিকরাও।
🎶আজ (মঙ্গলবার - ১৫ এপ্রিল, ২০২৫) বাংলা ক্যালেন্ডার অনুসারে পয়লা বৈশাখ। আজকের দিনটি সারা পশ্চিমবঙ্গে আনন্দের সঙ্গে পালিত হলেও এবারের ছবিটা ব্যতিক্রমী। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়েছে হিংসা। আর তার জেরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে মুর্শিদাবাদ জেলার।
ܫইতিমধ্য়েই ঝরে গিয়েছে তিনটি প্রাণ। সরকারি ও বেসরকারি সম্পত্তি মিলিয়ে কত টাকার যে ক্ষতি হয়েছে, সেই হিসাব এখনও সামনে আসেনি। অন্তত ৪০০ থেকে ৫০০ মানুষ ভিটে ছেড়ে পাশের জেলায় আশ্রয় নিয়েছেন। এসব নিয়ে সারা দেশে আলোচনা হলেও জেলার এই প্রথমবারের তৃণমূল সাংসদটি একেবারে নির্বিকার!
🐻একে তো মুর্শিদাবাদ নিয়ে তাঁর কোনও উচ্চবাচ্য নেই, তার উপর তিনি কখনও 'সুন্দর চা আর শান্ত পরিবেশ'-এর ছবি, আবার কখনও 'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা' জানানোর 'ক্রিয়েটিভ' পোস্ট করছেন। তাঁর এহেন আচরণে চটে লাল নেট নাগরিকরা।
🗹এদিন দুপুর দু'টো-আড়াইটে নাগাদ পয়লা বৈশাখের অভিনন্দন সংক্রান্ত, ভুল বাংলা বানান-সহ ক্রিয়েটিভটি পোস্ট করেছে ইউসুফ। তাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি তাঁর নিজেরও হাসিখুশি ছবি রয়েছে! মোটামুটি দু'ঘণ্টার মধ্যে এই পোস্টে রিঅ্য়াক্ট করেছেন ১ হাজার ৪০০ জনের কিছু বেশি মানুষ। যাঁদের মধ্যে ৩০০ জনেরও বেশি হা হা রিঅ্য়াক্ট করেছেন। পোস্টটিতে এই সময় পর্যন্ত কমেন্ট করেছেন ২০০-রও বেশি ইউজার। তাঁদের একটা বড় অংশই কার্যত বাক্যবাণে বিদ্ধ করে ছেড়েছেন ক্রিকেটার থেকে সাংসদ হয়ে ওঠা ইউসুফকে।
ඣএকজন যেমন লিখেছেন, 'আপনার ভোটে জেতা বহরমপুরবাসীর জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। জেলাতে আজ এই অবস্থা! আপনাদের দেখা নেই।'
ꦗআর এক ইউজার ইংরেজিতে কমেন্ট করেছেন। যার বাংলা তর্জমা হল, 'বাংলায় আসুন। মুর্শিদাবাদ জ্বলছে।'
🦩আরও এক ফেসবুক ইউজার এই বিশেষ মুহূর্তে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জনকে স্মরণ করেছেন। লিখেছেন, 'ভাগ্য করে বহরমপুরে জনগণ একটা সংসদ পেয়েছে! তাঁকে নিয়ে সবাই খুব খুব গর্ব বোধ করছে। অধীরের হার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।'
𓆉কেউ কেউ আবার সাংসদকে পরামর্শের সুরে বলেছেন, 'ওইসব শুভেচ্ছা ছেড়ে মানুষের পাশে দাঁড়ান...!'
🦩আর একজনের মন্তব্য তো আরও তীর্যক এবং কিছুটা মাত্রাছাড়াও বটে! যা পড়েই বোঝা যাবে, আদতে মুর্শিদাবাদ জেলার ওই সাংসদের বিরুদ্ধে মানুষ কতটা ক্ষিপ্ত। ওই ইউজার ইউসুফের উদ্দেশে প্রশ্ন করেছেন, 'আপনি বেঁচে আছেন?'
♈তবে, এসবের পাশাপাশি অনেকেই আবার ইউসুফকে শুধুমাত্র পয়লা বৈশাখের শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত, এপার বাংলার বাঙালিরা মূলত 'পয়লা বৈশাখ' উচ্চারণ করলেও বাংলাদেশের নাগরিকরা বলেন 'পহেলা বৈশাখ'। যেটা তাঁরা গতকাল (১৪ এপ্রিল, ২০২৫) পালনও করে ফেলেছেন। ইউসুফ পাঠান অবশ্য এপারের বাঙালিদের আজকে 'পহেলা বৈশাখ'-এর শুভেচ্ছা জানিয়েছেন।