কলকাতার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর প্রথম প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে দিঘায় রয়েছেন মমতা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন তিনি। এই অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য আগেই ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
বুধবার সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, ‘বড়বাজারে ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে পীড়িতদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত। আমি সারারাত উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেছি ও যথাসম্ভব দমকলের গাড়ি সেখানে পাঠাতে বলেছি। তার পরেও ১৪ জনের মৃত্যু হয়েছে কারণ সেখানে দাহ্য বস্তু মজুত ছিল। আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি। আক্রান্তদের পরিবারকে আমার সমবেদনা জানাই।’
দমকলের প্রশংসা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, তারা প্রায় ৯৯ জনকে ওই হোটেল থেকে বার করে আনতে পেরেছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি শ্বাসরোধ হয়ে ও লাফ দেওয়ার ফলে মৃত্যু হয়েছে। রাজ্য সরকার নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে।
বলে রাখি, এর আগে এই ঘটনায় প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার।