মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘরছাড়া হয়েছে বহু পরিবার। কোনওরকমে নদীপথে তাঁরা আশ্রয় নিয়েছি꧃লেন মালদায়। একেবারে প্রাণ হাতে করে গিয়েছিলেন মালদায়। এরপর তাঁদের মধ্য়ে আটজনকে কলকাতায় নিয়ে আসেন বিজেপি। বিজেপি 𓆉কার্যালয়ে বসে তাঁরা তাঁদের যন্ত্রণার কথা জানান। এরপর সেই ঘরছাড়াদের নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোজা চলে যান ভবানী ভবনের সামনে। তাঁর দাবি, রাজ্যপুলিশের ডিজিপিকে কথা বলতে হবে ঘরছাড়াদের সঙ্গে।
এদিকে পদস্থ পুলিশকর্তারা এসে কথা বলতে আসেন বিজেপি🔴 নেতৃত্বের সঙ্গে। কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি, ডিজিকে কথা বলতে হবে🤪।
এদিকে ভবানী ভবনের গেটের সামনে বসে পড়েন বিজেপি নেতৃত্ব। ঘরছাড়াদের সঙ্গে নিয়ে তাঁরা ভবানী ভবনের গেটের সামনে বসে পড়েন। এদিকে বিজেপি নেতৃত্ব তাঁদের দাবিতে অনড়। সুকান্ত মজুমদার বলেন, ঘরছাড়ারা ড꧃িজিপির সঙ্গে কথা বলতে চান। আমরাও তাঁদের সঙ্গে রয়েছি।
এদিকে ঘরছাড়া এক মহিღলা বলেন, পুলিশ🐎 বাঁচায়নি। বিএসএফ বাঁচিয়েছে। আমাদের কেটে ফেলে দিত।
সব মিলিয়ে ভবানী ভবনের সামনে উত্তেজনা 🎃ক্রমশ বাড়ছে। পুলিশ বাহিনী🌳 ভবানী ভবনের গেটের সামনে পাহারায় বসেছে।
সেই মুর্শিদাবাদ থেকে দীর্ঘ পথ পেরিয়ে কলকাতায় এসেছে ঘরছাড়া পরিবারগুলি। পথশ্রমে ক্লান্ত। কলকাতায় রাস্তায় বসে রয়েছেন তাঁরা। তাঁরা একটি বার কথা বলতে চান রাজ্য় পুলিশের ডিজির সঙ্গে। এমনটাই জানিয়েছ💧েন বিজেপি নেতৃত্ব।