চলতি আইপ🧸িএল ২০২৫ মরশুমে দারুণ ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পতিদার। শুক্রবারের বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংসের ম্যাচে একটি বিশাল মাইলফলক অর্জন করেছেন রজত পতিদার। এই ম্যাচে অনন্য নজির গড়লেন RCB-র♕ অধিনায়ক, পিছনে দিলেন সচিন তেন্ডুলকরকে। আসলে ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম ১০০০ রান পূর্ণ করার তালিকায় জায়গা করলেন রজত পতিদার।
এই সময়ে তিনি সচিন তেন্ডুলকরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি মাত্র ৩০ ইনিংসে এই কীর্তি গড়েছেন, যেখানে আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করতে সচিন খেলেছিলেন ৩১ ইনিংস। তালিকার শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্স ওপেনার সাই সুদর্শন, যিনি ২৫🅺 ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের তৃতীয় ওভারে মাইলস্টোনে পৌঁছান রজত পতিদার। আর্শদীপ সিংয়ের বলে, ব্যাকওয়ার্ড পয়েন্টের সামনে খেলে বিরাট কোহলির সঙ্গে একটি দ্রুত সিঙ্গেল নিয়ে ১০০০ রান পূর্ণ করেন তিনি। এই সঙ্গে তিনি বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কালের পর তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল🍨ুরুর হয়ে ১০০০+ আইপিএল রান পূর্ণ করলেন।
আরও পড়ুন … PCB চেয়ারম্যান হতে হলে রাজনীতির যোগ থাকতেই হবে! পাক🅘িস্তান ক্রিকেট নিয়ে আফ্রিদি-হাফিজে🦩র বিস্ফোরক মন্তব্য
তবে পরের বলেই ধাক্কা খায় আরসিবি। আর্শদীপ সিং আউট করে দেন বিরাট কোহলিকে। আইপিএল ২০২৫-র ৩৪তম ম্যাচের কথা বলতে হলে, এই খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস। ম্যাচটি বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসে এবং টস দেরিতে হলেও পঞ্জাব বোলিং বেছে নেয়। অব꧒শেষে অষ্টম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ১৮ বলে ২৮ রান করে আউট হন পতিদার।
আরও পড়ুন … সঞ্জুর সঙ্গে কি দ্রাবিড়ের ঝামেলা শুরু হয়🔜েছে? অবশেষে মুখ খুললেন RR-র ক🉐োচ
রজত পতিদারের অধিনায়কত্ব বিশ্লেষণ
এই মরশুমে অধিনায়ক হিসেবে রজত পতিদার যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন।൲ আরসিবি ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে এবং দুটি হেরেছে। সম্প্রতি আরসিবির অভিজ্ঞ প👍েসার ভুবনেশ্বর কুমারও রজত পতিদারের নেতৃত্ব নিয়ে মন্তব্য করেন।
ভুবি বলেন, ‘🀅সে খুব ভালো করছে। সবচেয়ে বড় কথা, সে খুব শান্ত থাকে। এই ফর্ম্যাটে সেটাই দরকার। কাꩵরণ ম্যাচ হারলে সহজেই কেউ হতাশ হয়ে পড়ে। কিন্তু সে জয়ের সময় যেমন ছিল, হারের সময়ও তেমনই ছিল। সবকিছুই সে খুব ভালোভাবে সামলাচ্ছে। বোলিং চেঞ্জ বা অন্যান্য সিদ্ধান্তে সে চমৎকার।’
পতিদার তাকে যে ভূমিকা দিয়েছেন, তা নিয়ে ভুবি বলেন, ‘ভূমিকা আগেভাগে ঠিক করা যায় না। সাধারণত, আমি আর হেজেলউড দুজনেই নতুন বল নিয়ে বোলিং করি এবং ডেথ ওভারেও বল করি। এটি আমাদের জন্য খুব স্বাভাবিক ব্যাপার। তবে ম্যাচ অনুযায়ী তা পরিবর্তন হয়। ౠপ্রথম কয়েক ওভারে কেমন বোলিং হয়, প্রতিপক্ষ কীভাবে ব্যাট করছে — এসবের ওপর নির্ভর করে। তবে হ্যাঁ, অভিজ্ঞ বোলার হিসেবে আমরা দুজনেই উইকেট নিতে চাই এবং দলের জন্য ভালো করতে চাই।’