শোভন-রত্না ডিভোর্স মামলা এবার কোনপথে! কী বলল সুপ্রিম কোর্ট?
1 মিনিটে পড়ুন Updated: 15 Apr 2025, 09:57 AM ISTরত্না চট্টোপাধ্যায়কে 𒐪কোন বার্তা দিল সুপ্রিম কোর্ট?
রত্না চট্টোপাধ্যায়কে 𒐪কোন বার্তা দিল সুপ্রিম কোর্ট?
শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলায় এবার রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনতে চেয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ জানায়, ২ সপ্তাহের মধ্যেই রত্না চট্টোপাধ্যায়কে শোভনের বক্তব্যের পাল্টা বক্তব্য জানাতে হবে। উল্লেখ্য, ২০১৭ সালে ১৩ নভেম্বর আলিপুর আদালতে স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন শোভন। সেই থেকে এই মামলা নানান পর্যায় পার করে গড😼়িয়েছে সুপ্রিম কোর্টে।
সদ্য ৯ এপ্রিল সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য জমা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপরই রত্না চট্টোপাধ্যায়কে, শোভনের যুক্তির সাপেক্ষে বক্তব্য জানাতে বলে। এদিকে, এই হাইপ্রোফাইল ডিভোর্স মামলায় নিম্ন আদালতের শুনানির ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি রয়েছে। এদিকে, সুপ্রিম নির্দেশ পেতেই নিম্ন আদালতে শুনানি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। এ আগে, এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালত বিচারপ্রক্রিয়া চালাতে পারবে না। এরপরই আলিপুরের অতিরিক্ত জেলা বিচারক মামলা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন। প্রসঙ্গত, নিম্ন আদালতে এই মামলায় ধাক্কা খেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। ⭕সেখানে আবেদন খারিজ হয়। জানানো হয় সাক্ষী নিয়ে রত্না চট্টোপাধ্যায়কে ঘরে নিম্ন আদালতের পদক্ষেপে করা হবে না হস্তক্ষেপ। এরপর রত্না দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। আর তাঁকেই এবার শোভনের বক্তব্যের পাল্টা বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তা হলফনামা জমা দিয়ে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
এর আগে, হাইকোর্ট জানায়, দ্রুত🎃 নিষ্পত্তি করতে হবে শোভন, রত্না ডিভোর্স মামলার। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রত্না চট্টোপাধ্যায়। উল্লেখ্য, এই মামলায় সুপ্রিম কোর্টে শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিক, রত্না চট্টপাধ্যা💞য়ের আইনজীবী শ্যাম দেওয়ান।