♚ রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে হেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজস্থান রয়্যালসের সমর্থকরা। দিল্লি বনাম রাজস্থানের এই হাইভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে, এবং স্বাগতিকদের কিছু বিতর্কিত কৌশলগত সিদ্ধান্তই শেষমেশ দলের হার ডেকে আনে।
ไসুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। এই সময়ে তারা দুই ডান-হাতি ব্যাটারদের ব্যাট করতে পাঠায়। ফর্মে থাকা মিচেল স্টার্কের মুখোমুখি হওয়ার জন্য ডানহাতি ও বামহাতি ব্যাটারের মিশ্রন না পাঠিয়ে রিয়ান পরাগ ও শিমরন হেতমায়ের দুই ডানহাতি ব্যাটারকে পাঠানো হয়।ম্যাচের শেষ ওভারে ৯ রান দরকার থাকলেও স্টার্ক মাত্র ৮ রান দিয়ে ম্যাচ টাই করেন এবং সুপার ওভারে ফের ফিরে এসে রাজস্থানকে মাত্র ১১/২-তে আটকে দেন।
আরও পড়ুন … 🦩ভারতীয় দলে বড় পরিবর্তন! BCCI-র বড় পদক্ষেপ, IPL 2025-এর মাঝেই চাকরি গেল কোচ সহ তিনজনের- রিপোর্ট
মিচেল স্টার্ক কী বললেন?
ꦺম্যাচের পরে মিচেল স্টার্ক জানান, সুপার ওভারে রাজস্থানের বাঁ-হাতি ব্যাটার পাঠানো দেখে তিনি চমকে গিয়েছিলেন। রাজস্থানের পক্ষ থেকে শিমরন হেতমায়ের ও রিয়ান পরাগকে পাঠানো হয়। দুজনেই ছিলেন ডানহাতি ব্যাটার। জানা গিয়েছিল এটা দলের কোচ রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত ছিল। স্টার্ক বলেন, ‘আমার অ্যাঙ্গেলের কারণে বল ইন-সুইং করছিল, তাই ডান-হাতি ব্যাটারদের আসা কিছুটা বিস্ময়ের ছিল। একটা সাইডলাইন নো-বল ছাড়া সব বল নিয়ন্ত্রণে ছিল। এরপর আমাদের ব্যাটিং গভীরতা কাজ দিয়েছে।’
আরও পড়ুন … 💙রাজস্থানের বিরুদ্ধে জয়, কাকে কৃতিত্ব দিলেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল?
কী বলেছিলেন অক্ষর প্যাটেল?
🌠দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, ‘আমি ভেবেছিলাম সুপার ওভারে যশস্বী জসওয়াল ব্যাট করতে আসবেন। কিন্তু যাই হোক না কেন, এটা আমাদের জন্য ভালো হয়েছিল (হাসি)।’
নীতীশ রানা কী বললেন?
꧂ম্যাচের পরে নীতীশ রানা জানান, সুপার ওভারে তাঁকে না পাঠানোর সিদ্ধান্ত দলের ম্যানেজমেন্টের। ম্যাচের পরে নীতীশ রানা বলেন, ‘এটা কারও একার সিদ্ধান্ত নয়। অধিনায়ক, কোচ ও দুই সিনিয়র প্লেয়ার মিলে সিদ্ধান্ত নেয়। যদি হেতমায়ের দুটো ছক্কা মারত, তাহলে এই প্রশ্নই উঠত না। ও আমাদের ফিনিশার, এটা সকলেই জানে।’
আরও পড়ুন … 🤪ফুটবলার নয়, ভারত সেরার ট্রফি উঠুক ক্রীড়ামন্ত্রীর হাতে! কী বার্তা দিতে চায় ইস্টবেঙ্গল?
𝔉তিনি সন্দীপ শর্মাকে বল দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন নীতীশ। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সন্দীপ অতীতেও ভালো বল করেছে। জোফ্রা আর্চার নয়, এই পরিস্থিতিতে আমাদের পছন্দ ছিল সন্দীপ। এক ছক্কার মারই আমাদের পিছিয়ে দিল।’
🐻শেষে রানা মিচেল স্টার্কের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘অনেক দিন পর কেউ এত ভালো ডেথ ওভার বোলিং করল, বিশেষ করে আইপিএলে। ওর বোলিং ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’ এই জয়ে দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৫-এ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস ৭ ম্যাচে মাত্র ২ জয় ও ৫ হারে আটে নেমে যায়।