🅺 ভ্যাপসা গরমে গলদঘর্ম হয়ে বাংলার একাংশের বাসিন্দার কাছে প্রশ্ন একটাই, কালবৈশাখীর দেখা কি চৈত্রের শেষেবেলায় মিলবে? চৈত্রের লাস্ট ওভার-এ বৃষ্টি দাপুটে ব্যাটিং দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনার মাঝেই এল আবহাওয়ার পূর্বাভাস। আর তাতে বলা হচ্ছে, সোমবারের কলকাতায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরই আসে যে প্রশ্ন, তা হল, নববর্ষে বাংলার আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন আবহাওয়া নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর।
বাংলার বৃষ্টির অনুকূল পরিস্থিতি:-
💯আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ ও বিহারের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বলা হচ্ছে, তার জেরেই বাংলা জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তারি হয়েছে। এবার দেখা যাক, বাংলার বৃষ্টির খবরাখবর কী!
সোমে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়?
൲আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার উত্তরবঙ্গে ৮ জেলাতেই রয়েছে বর্ষণের পূর্বাভাস। সেখানে ৪০ থেকে ৫০ কিলমিটার গতিতে বইতে পারে হাওয়া। দক্ষিণের একাধিক জেলাতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে সোমে। আজ চৈত্র সংক্রান্তিতে চৈত্রের শেষ দিনে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতাতেও হতে পারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। ঘণ্টায় ৩০ থকে ৪০ কিলেমিটার বেগে বইতে পারে হাওয়া। কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
( ♊Bangladesh Latest news:ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে মিছিলের ডাক 'খেলাফত মজলিসে'র, কোন ইস্যুতে?)
পয়লা বৈশাখের পূর্বাভাস:-
🔴মঙ্গলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে বুধ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা জারি রয়েছে বহু জেলায়। বৃহস্পতিবারে ঝড় বৃষ্টি তুলনমূলক কম হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে বুধবার কলকাতায় বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। সেখানে ঝড়ের বেগ কমতে পারে মঙ্গল, বৃহস্পতি শুক্রবারে।