KL Rahul at Ekana Cricket Stadium: মঙ্গলবার আইপিএল ২০২৫-এর ৪০তম ম্যাচে পরিচিত মাঠে খেলতে নামবেন কেএল রাহুল। তবে এবার নিজের পুরনো দলের বিরুদ্ধে ভিন্ন দলের জার্সি গায়ে খেলতে নামবেন তিনি। ভারতীয় দলের তারকা ব্য🍷াটার এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন। আর এবার তাঁর প্রতিপক্ষ পুরনো দল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে হতে যাওয়া আইপিএল ২০২৫–এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আবেগ আর উত্তেজনার লড়াইয়ে জমে উঠবে।
২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের অভিষেক মরশুম থেকে ২০২৪ পর্যন্ত দলটির নেতৃত্ব দেওয়া রাহুল এই প🥃্রথমবার তাঁর প💦্রাক্তন দলের মুখোমুখি হবেন। তাও সেই মাঠে, যেটি এক সময় ছিল তার নিজের ঘরের মাঠ।
আরও পড়ুন … পার্টি, বান্ধবী সবকিছু বন্ধ করতে যুবি ওকে তালা দ💯িয়ে রেখেছিলꦑ! জানেন কীভাবে অভিষেককে খুঁজে পেয়েছিলেন যুবরাজ?
দিল্লি ক্যাপিটালস এই আবেগঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে কেএল রাহুল স্টেডিয়ামের প্লেয়ার বক্সে দাঁড়িয়ে আছেন। এরপরে তিনি আস্তে আস্তে মাঠেꦑ প্রবেশ করেন। মাঠে প্রবেশের আগে সবুজ মাঠে মাথা ঠেকান। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেএল রাহুলের এন্ট্রি।’ এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
দেখুন সেই ভিডিয়ো-
এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল। এখনও পর্যন্ত ছয় ম্যাচে ৫৩.২০ গড়ে এবং ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ২৬৬ রান। করেছেন দুইটি হাফসেঞ্চুরি এবꦐং হয়ে উঠেছেন দিল্লির ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ। বিশাখাপত্তনমে দিল্লি ও লখনউয়ের আগের ম্যাচে তিনি খেলেননি। সেই ম্যাচট♔ি দিল্লি এক উইকেটে নাটকীয়ভাবে জিতেছিল।
আরও পড়ুন … শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! অভিযোগ𝓡ের🍬 আঙুল বার্নলির সমর্থকদের দিকে
২০২৪ সালের মেগা নিলামের 🔥আগে কেএল রাহুলকে ছেড়ে দেওয়াটা ছিল বড় আলোচনার বিষয়। বিশেষ করে তখন, যখন আগের মরশুম♏ে ব্যক্তিগতভাবে তিনি দারুণ সফল ছিলেন। ১৪ ম্যাচে করেছিলেন ৫২০ রান। তবে লখনউ সুপার জায়ান্টস সেই মরশুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল এবং সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছিল।
আরও পড়ুন … ভিডিয়ো: বেঙ্কটেশ আইয়ারকে আউট করার পরে কেন আগ্রাসী সেলিব্রেশন করলেন শুভমন গিল? জানা গেল আসল🌞 কারণ
বর্তমানে দুই দলই ১০ পয়েন্টে সমতায় রয়েছে। নেট রান রেটে এগিয়ে থেকে দিল্লি আছে দ্বিতীয় স্থানে, আর লখনউ রয়েছে পঞ্চম স্থানে। লখনউতে এই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলের চিত্রই বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। আর কেএল রাহুলের জন্য এটা হবে তার পুরন🍎ো ঘরের সামনে একটি বড় বার্তা দেওয়ার সুযোগ। এখন দেখার একানাতে দিল্লি কেএল রাহুলের অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগায়।