গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জোস বাটলার। ইংল্যান্ডকে টেস্ট কꦍ্রিকেটে নেতৃত্ব দেন বেন স্টোকস। তবে সীমিত ওভারের ক্রিকেটে ব্রিটিশ দলকে নতুন নেতা বেছে নিতে হতো। সেই মতোই সোমবার ইসিবি ইংল্যান্ডের নতুন ওয়ান ডে ও টি-২০ ক্যাপ্টেনের নাম ঘোষণা করে।
প্রত্যাশা মতোই সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন নেতা নির্বাচিত হলেন হ্যারি ব্রুক। অর্থাৎ, ওয়ান ডে ও টি-২০ উভয়ে ফর্ম্যাটেই ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি। যদিও ব্রুকের জাতীয় দলকে নেতৃত্ব 🍒দেওয়া এই প্রথম নয়। তিনি ইংল্যান্ড দলে জোস বাটলারের ডেপুটির ভূমিকা পালন করতেন। বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি করেন ব্রুক।
ইংল্য়ান্ডের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে ব্রুকের যাত্রা শুরু হবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট♎ি-২০ ও ওয়ান ডে সিরিজ দিয়ে। মে মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরಌুদ্ধে ৩টি টি-২০ ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
আইপিএল থেকে কেন নির্বাসিত ব্রুক?
উল্লেখ্য, আইপিএল নিলামে দল পাওয়া🧸 সত্ত্বেও হ্যারি ব্রুক এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে সরে দাঁড়ান। এদিকে বিসিসিআই নিয়ম করেছে যে, নিলামে দল পাওয়ার পরেও কেউ সঙ্গত কারণ ছাড়া টুর্নামেন্ট ൲থেকে নাম তুলে নিলে তাঁকে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করা হবে। সেই মতো পরবর্তী ২ বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ খেলতে পারবেন না ব্রুক। অর্থাৎ, সেদিক থেকে বলা যায় যে, আইপিএল থেকে নির্বাসিত ক্রিকেটারকে ওয়ান ডে ও টি-২০'র ক্যাপ্টেন করল ইংল্যান্ড।
আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে ২ কোটি টাকা বেস প্রাইসের হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকার মোটে অঙ্কে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে তাঁকে শেষমেশ স্কোয়াডে পায়নি তারা। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুকের আইপিএল থেকে সরে দাঁড়ানো এই প্রথম নয়। তিনি গত বছরেও একই কাজ করেছিলেন। অর্থাৎ, পরপℱর ২টি মরশুমে ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ꦜর লিগ থেকে নাম তুলে নেন তিনি।
ইডেনে আইপিএল সেঞ্চুরি রয়েছে হ্যারির
উল্লেখ্য, হ্যারি ব্রুক ২০২৩ আইপিএলে সানরাইজার্স হায়ꦰদরাবাদের হয়ে মাঠে নামেন। তিনি ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্সের হয়ে দুর্দান্ত শতরান করেন। সেই ম্যাচে হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে ব্রুক ১২টি চার 🍸ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।