পাক ম্যাচ শেষ হওয়ার ঠিক পরের দিনই অর্থাৎ আজ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। গোটা একটা দিনও পাচ্ছে না টিম ইন্ডিয়া। পরপর ম্যাচ খেলায় ক্লান্তি বড় ফ্যাক্টর হতেই পারে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। যদিও পাকিস্তানকে হারানোর পর বিরাট কোহলি জানিয়ে দেন, তারা টেস্ট ক্রিকেটার। ফলে পরপর ম্য়াচ খেলতে কোনও সমস্যা হয় না। বিরাট নিজের মুখে সেকথা বললেও, পরপর দুই দিন ধরে ওডিআই ম্যাচ খেলা যে বেশ চাপের তা বলার অপেক্ষা রাখে না। তার ওপর পাকিস্তান ম্যাচ দুই দিন ধরে চলেছে। হিসাব করে দেখতে গেলে পরপর তিনদিনে দুটি দলের সঙ্গে ভারত খেলছে।
এই পরিস্থিতিতে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে জায়গা করে নিয়েছে ভারত। ফাইনালে কার্যত পৌঁছে গেলেও লঙ্কানদের বিরুদ্ধে জিততেই হবে। তাইলেই পাকাপাকি ভাবে তারা ফাইনালে জায়গা করে নিতে পারবে। আর সেই টার্গেট নিয়েই আজ লঙ্কানদের বিরুদ্ধে কলম্বোতে নামছে ভারত।
(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)
গত দুই দিন ধরে এই মাঠেই খেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফলে আলাদা করে প্রস্তুতি নেওয়া কিছু নেই। সেই সময়ও নেই। ১৫ ঘণ্টার মধ্যে ফের নামতে হচ্ছে। ফলে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রামও পাবেন না। যদিও সেই নিয়ে খুব একটা ভাবছে না টিম ইন্ডিয়া। লঙ্কানদের হারানোই প্রধান টার্গেট। সবচেয়ে বড় রকথা হল, পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেই শতরান করেছেন কেএল রাহুল। পাশাপাশি শতরান করেছেন বিরাট কোহলিও। এই দুই ক্রিকেটারের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখবে লঙ্কান টিম ম্যানেজমেন্টকে। তবে এই ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে পরিবর্তন আনতে পারে। ইশান কিষানের পরিবর্তে সূর্যকুমার যাদব খেলতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও জাদেজা এবং শামিও ফিরতে পারেন।
(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)
ভারতীয় দলে একটাই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা দলও গত ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। স্বাভাবিক ভাবে তারাও আত্মবিশ্বাসে ভরপুর। তবে ভারত যে কঠিন প্রতিপক্ষ তা ভালো করেই জানে তারা। যদিও এই ম্যাচে তারা উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। বাংলাদেশ ম্যাচের দলকেই দেখা যেতে পারে। তবে এই ম্যাচেও বৃষ্টি বেশ চিন্তায় রেখেছে দুই দলের অধিনায়ককে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:-
ভারত- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব/ ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণ।
শ্রীলঙ্কা- পাথুম নিশঙ্কা, দ্বিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা, আসালাঙ্কা, ধনঞ্জন ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ, মহেশ থিকশনা, কাসুন রাজিথা, মাথিশা থিকশানা।