শনিবার (২৬ এপ্রিল) ইডেনে অনুষ্ঠিত আইপিএলের ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস। তবে এই ম্যাচটি খারাপ আবহাওয়ার জন্য ভেস্তে যায়। যার জেরে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এতে কপাল পুড়ল কেকেআর এবং পিবিকেএস- দুই দলেরই। তবে বড় ধাক্কাটা খেল মূলত নাইটরাই।
এদিন দুই দল এক করে পয়েন্ট পায়। এক পয়েন্ট নিয়ে পঞ্জাব কিংস তাও আইপিএল পয়েন্ট টেবলের চারে উঠে এসেছে। কিন্তু কেকেআর ৭ পয়েন্ট নিয়ে সাতেই থেকেই গিয়েছে। বকি ৫টি ম্যাচই এখন নাইটদের কাছে মরণ-বাঁচন লড়াই। স্বাভাবিক ভাবেই কেকেআর-এর জন্য লড়াইটা কঠিন হয়ে গেল। এদিকে পঞ্জাব চারে ওঠায়, পাঁচে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ৮ ম্যাচে ৬টি জয়, ২টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +১.১০৪)
২) দিল্লি ক্যাপিটালস- ৮ ম্যাচে ৬টি জয়, ২টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৬৫৭)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৯ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
৪) পঞ্জাব কিংস- ৯ ম্যাচে ৫টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট +০.১৭৭)
৫) মুম্বই ইন্ডিয়ান্স- ৯ ম্যাচে ৫টি জয়, ৪টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৬৭৩)
৬) লখনউ সুপার জায়ান্টস- ৯ ম্যাচে ৫টি জয়, ৪টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.০৫৪)
৭) কলকাতা নাইট রাইডার্স- ৯ ম্যাচে ৩টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট +০.২১২)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ৯ ম্যাচে ৩টি জয়, ৫টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.১০৩)
৯) রাজস্থান রয়্যালস- ৯ ম্যাচে ২টি জয়, ৭টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৬২৫)
১০) চেন্নাই সুপার কিংস- ৯ ম্যাচে ২টি জয়, ৭টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.৩০২)
আরও পড়ুন: সামনে দুর্গম গিরি, তবু IPL 2025-এর প্লে-অফে এখনও উঠতে পারে CSK, জেনে নিন কোন সমীকরণে
বৃষ্টিতে পণ্ড ম্যাচ: এদিন টস জিতে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ৪ উইকেট হারিয়ে ২০১ রান করেছিল। এর পর কেকেআর ব্যাট করতে নামলে, তাদের ইনিংসের প্রথম ওভারের পরেই ঝড়-বৃষ্টি শুরু হয়। নিয়ম হচ্ছে, ম্যাচের ফয়সালার জন্য কেকেআর-কে অন্তত ইনিংসে ৫ ওভার খেলতেই হতো। সেক্ষেত্রে কেকেআরের পরিবর্তিত লক্ষ্য হতো ৫ ওভারে ৬১ রান। এক ওভার ব্যাট করে ফেলেছিল কেকেআর। ১ ওভারে তাদের স্কোর ছিল বিনা উইকেটে ৭ রান। যার অর্থ বাকি ৪ ওভারে ৫৪ রান তুলতে হতো নাইটদের।
ম্যাচ শুরুর জন্য সর্বোচ্চ রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যেত। কিন্তু বৃষ্টি না থামায় আর কভারের ওপর প্রচুর জল দাঁড়িয়ে থাকায় সেই সময়ের মধ্যে খেলা চালু করার আর কোনও সম্ভাবনাই ছিল না। সেই কারণে কেকেআর-পিবিকেএস ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।