টানা ব্যর্থতা। চলছে রানের খরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ব্যাটই করতে নামলেন না দলের অধিনায়ক ঋষভ পন্ত। তিনি নিজেকে এদিন আড়ালেই লুকিয়ে রাখলেন। আর তার ক্রিকেট ভক্তরা ঋষভ পন্তকে নিয়ে উপহাস করছেন। এদিন ইডেনের উইকেট যেন ব্যাটিংয়ের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। লখনউয়ের প্রত্যেকেই রান পেয়েছেন। ব্যতিক্রম আব্দুল সামাদ। অথচ লখনউ অধিনায়ক চারে ব্যাট করতে নামা আব্দুল সামাদ, এবং পাঁচে ব্যাটিং করতে ✃আসা ডেভিড মিলারের পর নিজেকে নামিয়ে এনেছিলেন। ব্যাটিং অর্ডারের ছয়ে আর তাঁর নামার দরকার পড়েনি।
কটাক্ষের শিকার পন্ত
প্রসঙ্গত, টস হেরে কলকাতা নাইট রাইডার্স প্রথমে বোলিং নেন। লখনউয়ের ব্যাটারদের জোড়ো ব্যাটিংয়ের হাত ধরে তারা ৩ উইকেটে ২৩৮ রান করে। অথচ পন্ত ব্যাট করার সাহসই পেলেন না। আইপিএল মেগা নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার পর থেকে পন্ত তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে এখনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ২৭ কোটির পন্ত মোট ২৭ রানও করেননি। ৫ ম্যাচে ৪.৭৫ গ🧸ড়ে মাত্র ১৯ রান করেছেন। সর্বোচ্চ ১৫ রান। যাইহোক এদিন তিনি শেষ ওভারে ব্যাটিং করতে নামার জন্য পন্ত প্রস্তুত থাকার পর, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কটাক্ষ করছেন।
টানা হল ধোনির সঙ্গ তুলনা
কেউ কেউ এই মরশুমে তাঁর এই ব্যাটিং অর্ডারে নীচে নেমে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে এমএস ধোনির সিদ্ধান্তের তুলনা করেছেন। আরসিবি-র বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচে ধোনি ব্যাটিং অর্ডারের নয় নম্বরেও নেমেছেন। এখন তিনি সাতে নামছেন। সেই সঙ্গে ব্যাট হাতে ধোনির পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ব্যাট হাতে ৪৩ বছরের ধোনি পন্তের চেয়ে ভালো জা꧋য়গা🎃য় রয়েছেন। নেটিজেনরা বলছেন, ‘যেমন আইডল, তেমন প্লেয়ার’। আসলে ধোনিকে নিজের আইডল মনে করেন পন্ত।
আরও পড়ুন: ICC-র আজব নিয়ম, তার জেরে প্রাপ্য এক রান ♓কাꩵটা গেল কোহলিদের, উঠল পরিবর্তনের জোরালো দাবি
এলএসজি ২৩৮ রান করেন
ইডেন গার্ডেন্সে এলএসজি প্রথ🧸মে ব্যাট করতে নেমে থেকেই ঝড় তোলেন। প্রথম উইকেটেই ৯৯ রান যোগ করেন এডেন😼 মার্করাম, মিচেল মার্শ। ২৮ বলে ৪৭ করে মার্করাম সাজঘরে ফিরলে, নিকোলাস পুরান ক্রিজে এসে কালবৈশাখী বইয়ে দেন। মিচেল মার্শ ৪৮ বলে ৮১ করেন এবং পুরান ৩৬ বলে ৮৭ করে অপরাজিত থাকেন। ৩ উইকেটে ২৩৮ রান করে লখনউ সুপার জায়ান্টস।