๊ ঘরের মাঠে সব থেকে বেশি ম্যাচ খেলে বলে আইপিএল দলগুলির নিজেদের ডেরায় সব থেকে বেশি জয়ের নজির গড়া যেমন স্বাভাবিক, ঠিক তেমনই সব থেকে বেশি হারের মুখে পড়াও অস্বাভাবিক নয়। তবে তাই বলে নিজেদের ডেরায় আরসিবি যেভাবে বারবার লাঞ্ছিত হয় অতিথি দলের কাছে, আইপিএলের অন্য কোনও দলকে সেভাবে অপমানিত হতে দেখা যায়নি।
✨বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ফের একবার অতিথি দলের কাছে হারের মুখ দেখতে হয় আরসিবিকে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। তারা ঘরের মাঠে ২টি ম্যাচে মাঠে নেমে দু'টিতেই হারের মুখ দেখে। তুলনায় এবছর এখনও পর্যন্ত আরসিবির অ্যাওয়ে রেকর্ড দুর্দান্ত বলা চলে। তারা ৩টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জয় তুলে নিয়েছে। আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে বেঙ্গালুরু একই মরশুমে কেকেআরকে ইডেনে, চেন্নাইকে চিপকে ও মুম্বইকে ওয়াংখেড়েতে হারাতে সক্ষম হয়।
ಌদিল্লির কাছে নিজেদের ডেরায় পরাজিত হওয়ার পরে আইপিএলের ইতিহাসে লজ্জাজনক এক রেকর্ড গড়ে বসে আরসিবি। এক্ষেত্রে তারা হতাশাজনক নজির থেকে মুক্তি দেয় দিল্লিকে। অর্থাৎ, এমনটাও বলা যায় যে, আরসিবিকে চিন্নাস্বামীতে হারিয়ে নিজেদের লজ্জার রেকর্ড বেঙ্গালুরুর ঘাড়ে চাপিয়ে দেয় ক্যাপিটালস।
♈চিন্নাস্বামীতে আরসিবির এটি ৪৫তম আইপিএল ম্যাচ হার। আইপিএলে একটি মাঠে সব থেকে বেশি ম্যাচ হারের সর্বকালীন রেকর্ড গড়ে বসে বেঙ্গালুরু। এতদিনে আইপিএলে একটি মাঠে সব থেকে বেশি ম্যাচ হারের সর্বকালীন রেকর্ড ছিল দিল্লি ক্যাপিটালসের। তারা কোটলায় মোট ৪৪টি ম্যাচ হেরেছে। সুতরাং, বৃহস্পতিবার চিন্নাস্বামীতে হতাশাজনক এই আইপিএল রেকর্ডের হাতবদল হল বলা যায়।
আইপিএলে একটি মাঠে সব থেকে বেশি ম্যাচ হার
১. চিন্নাস্বামীতে মোট ৪৫টি ম্যাচ হেরেছে আরসিবি।
ജ২. কোটলায় মোট ৪৪টি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস।
৩. ইডেনে মোট ৩৮টি ম্যাচ হেরেছে কেকেআর।
🅷৪. ওয়াংখেড়েতে মোট ৩৪টি ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স।
৫. মোহালিতে মোট ৩০টি ম্যাচ হেরেছে পঞ্জাব কিংস।
আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফলাফল
ꦅবৃহস্পতিবার চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৭.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে দিল্লি। ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৩ বলে অপরাজিত ৯৩ রান করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লোকেশ রাহুল।