বাবর আজম, মহম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে, তারা টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে প্রস্তুত। তবে, সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি অবলম্বন করার পথে তাদের প্রথম পদক্ষেপটিই ফ্লপ হয়ে গিয়েছে। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তেই পাকিস্তান মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায়, যা এই ফর্ম্যাটে তাদের পঞ্চম সর্বনিম্ন স্কোর। এবং নিউজিল্যান্ডের মাটিতে সর্বনিম্ন স্কোরের নজির। জবাবে মাত্র ৬১ বলে ܫজয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউয়িরা। সেই সঙ্গে তারা পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে খারাপ পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে পাকিস্তান টিমটিকে নতুন ভাবে সাজানো হয়েছিল। আর প্রথম বারের মতো অধিনায়ক সলমন আলি আগা ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে উদ্বোধনী টি-টোয়েন্টি ম্যা🌃চে নতুন চেহারার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন।
তবে প্রাক্তন চ্যাম্পিয়নরা নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে একেবারে নাকানিচোবানি খায়। ১৮.৪ ওভারে পাকিস্তানকে মাত্র ৯১ রানে অল আউট করে দেয় কিউয়িরা। পাওয়ার প্লে-তেই কাইল জেমিসন ১১ 𒉰বলে ৩ উইকেট তুলে নেন। এদিকে জ্যাকব ডাফি আবার ১৪ রান দিয়ে এদিন ৪ উইকেট 🌳নিয়েছেন।
টিম সেফার্ট ২৯ বলে ৪৪ এবং ফিন অ্যালেন ১৭ বলে ২৯ রানের হাত ধরে করে ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসন আ🦂বার ১৮ রানে অপরাজিত ছিলেন এবং ১১তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের লজ্জার পারফরম্যান্সের পর নেটপাড়ায় পিসিবি এবং তাদের নির্ব𓂃াচক কমিটিকে একেবারে তুলোধোনা করা হয়েছে।
‘আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না’
সলমন আগা স্বীকার করেছেন যে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ব্যাটিং মোটেও আপ টু দ্য মার্ক ছিল না এবং মঙ্গলবার ডানেডিনে দ্বিতীয় ম্যাচের আগে অবশ্যই নিজেদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে হবে। সলমন আগার দাবি, ‘এটা অবশ্যই কঠিন লড়াই ছিল এব💎ং আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না। ওরা সত্যিই ভালো বোলিং করেছে। ওরা সঠিক জায়গায় বোলিং করছিল এবং ওদের বলে সুইং ও সিমও ছিল। কিন্তু আমাদের ব্যাটিং আপ টু দ্য মার্ক ছিল না। পরের ম্যাচের আগে আমরা নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করব।’