২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল পাকিস্তান। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকায়, ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল।ভারতের ম্যাচগুলি বাদ দিয়ে বাকি সব ম্যাচ পাকিস্তানে হয়েছে। তবে বৃষ্টিতে পাকিস্তানের মাঠে দুরাবস্থা হওয়ার পরেও, আইসিসি কিন্তু ফের সুযোগ দিচ্ছে পিসিবি-কে। পাকিস্তান আরও এ🐽কটি বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে।
কোন টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেল পাকিস্তান?
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের খেলাগুলি হবে পাকিস্তানে। শুক্রবার (১৪ মার্চ) সূচি ঘোষণা করেছে আইসিসি। আর সূচি অনুযায়ী, এই টুর♋্🍨নামেন্টটি লাহোরের দু'টি মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ হবে ৯ এপ্রিল এবং ফাইনাল হবে ১৯ এপ্রিল।
এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে দু'টি দল অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের মূল আসরের জন্𝔍য যোগ্যতা অর্জন করবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আয়োজক দেশ ভারত ইতিমধ্যেই আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) শীর্ষ ছয়ে শেষ করে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জ🅰ন করেছে।
কারা খেলবে কোয়ালিফায়ার?
মহিলা ওয🌠়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে চারটি পূর্ণ সদস্য দেশ- বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। এছাড়া সহযোগী দেশ স্কটল্যান্ড এবং থাইল্যান্ডও এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দꦯ্বিতা করবে। এই টুর্নামেন্টটি ১৫টি ম্যাচের হবে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থান অর্জন করে বাছাইপর্বে পৌঁছেছে। এদিকে, থাইল্যান্ড এবং স্কটল্যান্ড ২৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত আইসিসি মহিলা ওডিআই টিম র্যাঙ্কিংয়ে পরবর্তী দু'টি সেরা অবস্থান নিশ্চিত করে এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।
আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫-এর ক্রীড়া সূচি:
৯ এপ্রিল: পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, গদ্দাফি༒ স্টেডিয়াম (দিনের ম🍌্যাচ)
৯🧜 এপ্রিল: ওয়েস্ꦫট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (দিনের ম্যাচ)
১০ এপ্রিল: থাইল্যান্ড🔯 বনাম বাংলাদেশ, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (দিনের ম্যাচ)
১১ এপ্রিল: পাক𓂃িস্তান বনাম স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্য🎀াসোসিয়েশন গ্রাউন্ড (দিনের ম্যাচ)
১১💮 এপ্রিল: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, গদ্দাফি স্টেডিয়াম (দিনের ম্যাচ)
১৩ এপ্রিল: স্কটল্যান্ড বꦓনাম থাইল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (দিনের ম্যাচ)
১৩ এপ্রিল: বাংলা💫দেশ বনাম আয়ারল্꧙যান্ড, গদ্দাফি স্টেডিয়াম (দিন-রাত্রির ম্যাচ)
১৪ এপ্রিল: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, গদ্দাফি স্টেডিয়াম (দিন-রা✨🅷ত্রির ম্যাচ)
১৫ এপ্রিল: থাইল্যান্ড বনাম আয়ারল্যান্ড, লাহোর🐭 সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (ꦰদিনের ম্যাচ)
১৫ এপ্রিল: স্কটল্যান্ড বনাম বাংলাদেশ, গদ্দাফি স্টেডিয়াম (দ🍎িন-রাত্রির ম্যাচ)
১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, লাহোর সিটি ক𓄧্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (দিনের ম্যাচ)
১৭ এপ্রিল: পাকিস্তান ব🍒নাম থাইল্যান্ড, গদ্দাফি স্টেডিয়াম (দিন-রাত্রির🌄 ম্যাচ)
১৮ এপ্রিল💟: আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড, গদ্দাফি স্টেডিয়াম (দিন-রাত্রির ম্যা🧸চ)
১৯ এপ্রিল: পাকিস্তান বনাম বাংলাদেশ, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসꦛিয়েশন গ্রাউন্ড (দিনের ম্যাচ)
১৯ এপ্রিল: ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড, গদ্দাফি🍰 স্টেডিয়াম (দিন-রাত্রির ম্যাচ)