ছয়🍌 দলের টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের টিকিট পেল ২টি দল। সদ্য সমাপ্ত উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে বাজিমাত করে আসন্ন মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে পাকিস্তান ও বাংলাদেশ। এবারের মতো হতাশ হতে হয় ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও থাইল্যান্ডকে।
কোয়ালিফায়ারের শেষে আইসিসির তরফে ಞটুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করা হয়। ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বেছে ন🤡েওয়া টিম অফ দ্য টুর্নামেন্টে কারা জায়গা পেলেন, দেখে নিন একনজরে।
উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের টিম অফ দ্য টুর্নামেন্ট
১. হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)- ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ৫ ম্যাচে ব্যাট করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ২৪০ র𝓡ান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৪ রানের। পাশাপাশি টুর্নামেন্টে সব থেকে বেশি ১৩টি উইকেট নিয়েছেন ম্যাথিউজ। সেরা বোলিং ✅পারফর্ম্যান্স ২৪ রানে ৪ উইকেট। তিনি ক্যাচ ধরেছেন ৪টি।
২. মুনিবা আলি (পাকিস্তান)- পাক তারকা ৫ ম্যাচে ব্যাট করে ২২৩ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ব্য♉ক্তিগত ইনিংস ৭১ রানের। তিনি টুর্নামেন্টে ২টি ক্যাচ ধরেছেন।
৩. শর্মিন আক্তার (বাংলাদেশ)- বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার ৫ ম্যাচে ব্যাট করে টুর্নামেন্টের দ্বিতীয়☂ সর্বোচ্চ ২৬৬ রান সংগ্রহ করেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৪ রানের। তিনি ১টি ক্যাচ ধরেছেন।
৪. ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)- স্কটিশ তারকা ৫ ম্যাচে ব্যাট করে টুর্নামেন্টে সব থেকে বেশি ২৯৩ রান সংগ্রহ করেছেন। তাঁর সরꦆ্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৩১ রানের। সেই সঙ্গে তিনি মোট ৬টি উইকেটও নিয়েছেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ৪৯ রানে ৩ উইকেট।
৫. নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটকিপার)- ওইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেরা একাদশে উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের নিগার সুলতানা, তবে তিনি ক্যাপ্টেন্সি পাননি। নিগার ৫ ম্যাচে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০১ রানের। তিনি ২টি কꦕ্যাচ ধরেছেন এবং ৩টি স্টাম্প করেছেন।
আরও পড়ুন:🔜- হার্দিক থেকে সিরাজ, BCCI-এর বার্ষিক ৫ কোটির চুক্তিতে রয়েছেন এই ৬ জন
৬. ফতিমা সানা (পাকিস্তান, ক্যাপ্টেন)- উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেরা একাদশের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন🐓 পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ফতিমা সানা। তিনি ৪টি ইনিংসে ব্যাট করে ১০৩ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ৫টি ইনিংসে﷽ বল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২টি উইকেট নিয়েছেন।
৭. শিনেলে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)- ক্যারিবিꩵয়ান তারকা ৫ ম্যাচে ১৭১ রান সংগ্রহ করার পাশাপাশি ১টি উইকেট নিয়েছেন এবং ক্যাচ ধরেছেন ৪টি।
৮. আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ)- ক্যারিবিয়ান তারকা টুর্নামেন্টে ৬৩ রান সংগ্রহ করেছেন এবং যুগ্মভাবে দ্বিতীಞয় সর্❀বোচ্চ ১২টি উইকেট পকেটে পুরেছেন। সেই সঙ্গে তিনি ক্যাচ ধরেছেন ২টি।
আরও পড়ুন:- BCCI Central Contracts: সর্বোচ্চౠ ৭ কোটির চুক্তিতে রয়েছেন মোটে ৪ জন- কারা?
৯. ক🔯্যাথেরিন ফ্রেজার (স্কটল্যান্ড)- স্কটিশ তা𒈔রকা টুর্নামেন্টে ৭৭ রান সংগ্রহ করেছেন এবং উইকেট নিয়েছেন সাকুল্যে ১০টি।
১০. নাশরা সান্ধু (পাকিস্তান)- পাক তারকা ৫ ম্যাচে বল করে যুগ্মভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১০টি🥀 উইকেট সংগ্রহ করেছেন।
১১. সাদিয়া ইকবাল (পাকিস্তান)- পাক তারকা টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ৯টি উইকেট সংꦓগ্রহ করেছেন।
রিজার্ভ প্লেয়ার- ৬টি উইকেটಞ ꧋নেওয়ার পাশাপাশি ১টি ক্যাচ ধরা বাংলাদেশের রাবেয়া খান টিম অফ দ্য টুর্নামেন্টের রিজার্ভ প্লেয়ার নির্বাচিত হয়েছেন।